Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএল নিলামে বাংলাদেশি থেকে আফগান বেশি


১৩ জানুয়ারি ২০১৮ ১৭:০৫

সারাবাংলা ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একাদশ আসরের নিলামের তালিকায় এসেছে ১ হাজার ১২২ ক্রিকেটারের নাম। ভারতের বেঙ্গালুরুতে নিলাম অনুষ্ঠিত হবে ২৭ ও ২৮ জানুয়ারি। আইপিএলে নিলামে এবারের তালিকায় আছে ২৮২ বিদেশি ক্রিকেটারের নাম, যার মধ্যে বাংলাদেশের আছে ৮ ক্রিকেটার। তবে, বাংলাদেশের থেকে বেশি ক্রিকেটার রয়েছে আফগানিস্তানের।

সাত বছর পর কেকেআর দলে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে আইপিএল নিলামের তালিকায় আছে বাংলাদেশি এই তারকার নাম। সাকিব ছাড়াও নিলামের তালিকায় আছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আবুল হাসান রাজু ও লিটন কুমার দাস।

নিলামে নাম নিবন্ধনের সময় দেয়া হয়েছিল শুক্রবার (১২ জানুয়ারি) পর্যন্ত। বাংলাদেশি ৮ ক্রিকেটার সহ মোট ১১ দেশের বিদেশি ২৮২ জন ক্রিকেটার আছেন এই তালিকায়। অস্ট্রেলিয়ার ৫৮ ও দক্ষিণ আফ্রিকার ৫৭ জনের নাম আছে এই তালিকায়। এছাড়াও শ্রীলঙ্কান ও উইন্ডিজের ৩৯, নিউজিল্যান্ডের ৩০, ইংল্যান্ডের ২৬, আফগানিস্তানের ১৩, জিম্বাবুয়ের ৭, আয়ারল্যান্ড ও আমেরিকা থেকে ২ জন করে এবং স্কটল্যান্ডের ১ জনের নাম আছে এই তালিকায়।

অভিষিক্ত ২৮১ জন, অভিষেক হয়নি এমন ৮৩৮ জনের নাম তালিকায় আছে। ভারতীয় ৭৭৮ ক্রিকেটার ও আইসিসির সহযোগী দেশ থেকে ৩ জন ক্রিকেটার আছেন।

সারাবাংলা/এসএন/এমআরপি


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর