ভোটের মাঠেও মাশরাফির ছক্কা
৩০ ডিসেম্বর ২০১৮ ২০:৫৮ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮ ২২:০৭
।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।
ঢাকা: দেশের ক্রিকেট কিংবদন্তি মাশরাফি বিন মুর্তজা নির্বাচনের মাঠেও দাঁপিয়েছেন। জিতেছেন বিশাল ব্যবধানে। বেসরকারি ফল বলছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (নড়াইল-২) আসন থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাশরাফি বিন মর্তুজা প্রায় আড়াই লাখের বেশি ভোটে জয়যুক্ত হয়েছেন।
আজ রোববার (৩০ ডিসেম্বর) ভোট গণনা শেষে রাতে জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার আনজুমান আরার পক্ষে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মাহবুবুর রশিদ।
কাজী মাহবুবুর রশিদ জানান, নৌকা প্রতীক নিয়ে মাশরাফি পেয়েছেন ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট। তার প্রতিন্দ্বন্দ্বী ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী এনপিপির একাংশের চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ (ধানের শীষ) পেয়েছেন ৭ হাজার ৮৮৩ ভোট।
এর আগে, সকাল ৮টা থেকে ১৪০টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৮৪৪জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৬০ হাজার ৭৬ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ১৩৮ জন।
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মাশরাফি বিন মুর্তজা ছাড়াও এই আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছেন ঐক্যফ্রন্ট সমর্থিত অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত ডা: এস এম নাসির উদ্দিন, আম প্রতীকে এনপিপি (ছালু) সমর্থিত মো. মনিরুল ইসলাম, মিনার প্রতীকে ইসলামী ঐক্যজোটের মো. মাহাবুবুর রহমান ও তারা প্রতীকে জাতীয় সমাজতান্ত্রিক দলের ফকির শওকত আলী।
সারাবাংলা/জেএইচ