ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা একাদশে মুস্তাফিজ
৩১ ডিসেম্বর ২০১৮ ১৪:১৭
।। স্পোর্টস ডেস্ক ।।
শেষ হচ্ছে ২০১৮ সাল। ক্রিকেট উত্তেজনা ছিল সাড়া বছরজুড়ে। তবে বছরের শুরুতে বড়সড় হোঁচট খেয়ে বেশ ভুগতে হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। বল টেম্পারিং কান্ডে জড়িত থাকায় তিন ক্রিকেটার নিষেধাজ্ঞা পাওয়ার পর থেকে খারাপভাবেই বছর শেষ করতে হয়েছে অস্ট্রেলিয়াকে।
বছর শেষের আগে বর্ষসেরা ওয়ানডে দল প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে এই দলে জায়গা মেলেনি অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেটারের। অবশ্য স্টিভ স্মিথ আর ডেভিড ওয়ার্নারদের ছাড়া দলটি এই বছরে ১৩টি ওয়ানডে খেলে জয়ের দেখা পেয়েছে মাত্র ২টিতে।
তবে এই একাদশে জায়গা মিলেছে বাংলাদেশ দলের কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমানের।
বাংলাদেশ দলের রঙিন জার্সিতে বছরটা দারুণ কাটিয়েছেন মুস্তাফিজ। বাঁহাতি এই পেসার এবছরে সবমিলিয়ে ১৮টি ওয়ানডেতে উইকেট নিয়েছেন ২৯টি। যেখানে তার ইকোনমি রেট ছিল ৪.২০।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রকাশ করা এই একাদশে অজি কোনো ক্রিকেটারের নাম না থাকলেও, সবচেয়ে বেশি জায়গা মিলেছে ভারতীয় ক্রিকেটারদের। ভারতের চার ক্রিকেটার জায়গা পেয়েছে এই একাদশে। জায়গা পেয়েছেন ইংল্যান্ডের তিন ক্রিকেটারও। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের একজন করে ক্রিকেটার আছেন এই একাদশে।
ক্রিকেট অস্ট্রেলিয়া বর্ষসেরা ওয়ানডে একাদশ:
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, জনি বেয়ারস্টো, জো রুট, শিমরন হেটমেয়ার, জস বাটলার (উইকেটরক্ষক), থিসারা পেরেরা, রশিদ খান, কূলদীপ যাদব, মোস্তাফিজুর রহমান এবং জাসপ্রিত বুমরাহ।
সারাবাংলা/এসএন