Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বোতল মেরে সাড়ে আট লাখ টাকা জরিমানা এমেরির


১ জানুয়ারি ২০১৯ ১৩:৩১

।। স্পোর্টস ডেস্ক ।।

জরিমানা গুনতে হচ্ছে ইংলিশ ক্লাব আর্সেনাল কোচ উনাই এমেরিকে। গত সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে স্বাগতিক ব্রাইটনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে আর্সেনাল। সেই ম্যাচে মেজাজ হারিয়ে সমর্থকদের দিকে বোতল মারায় তাকে ৮ হাজার পাউন্ড জমিরানা করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে আট লাখ টাকা।

এই ঘটনা ঘটে গত ২৬ ডিসেম্বর (বুধবার)। সেই ম্যাচের পর ক্ষমা চেয়েছিলেন এমেরি, ‘আমি তাদেরকে বলছি, আমি দুঃখিত।’

তবে ইচ্ছাকৃতভাবে এমন ঘটনা ঘটননি এমেরি। বোতল গিয়ে সমর্থকদের গায়ে পড়বে এমনটাও নাকি ভাবেননি আর্সেনাল কোচ। তিনি বলেন, ‘আমি আসলে বুঝতে পারিনি, তবে একজন সমর্থকের গায়ে লেগেছে। নিজের প্রতি রাগ থেকেই বোতলে লাথি মেরেছিলাম, কিন্তু সমর্থকদের দিকে যাবে ভাবিনি। এমন পরিস্থিতি হবে ভাবিনি। আমি ক্ষমা চাইছি। আশা করবো বিষয়টা এখানেই থামবে।’

তবে বড় শাস্তি থেকেই বেঁচে গেছেন এমেরি।

ফুটবলে এর আগেও যে এমন ঘটনা ঘটেনি তা নয়। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ হোসে মরিনহো একবার এমন কান্ড ঘটিয়েছেন। ২০১৬ সালে প্রিমিয়ার লিগের ম্যাচে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচে বোতল মেরে এক ম্যাচ নিষিদ্ধ হন পর্তুগিজ এই কোচ।

সারাবাংলা/এসএন

আর্সেনাল উনাই এমেরি

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর