Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বছরের প্রথম দিনই চার-ছক্কার লড়াইয়ের ঘণ্টা


১ জানুয়ারি ২০১৯ ১৮:১৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

আর মাত্র ৩ দিন বাকি। তারপরেই দেশের তিনটি ভেন্যুতে গড়াবে চার-ছক্কার জমজমাট আসর বিপিএল। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচাইতে জমজমাট এই আসরকে সামনে রেখে ২০১৯ সালের প্রথম দিন শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রস্তুতি। আর এর মধ্য দিয়েই মূলত ষষ্ঠ আসরের ঘণ্টা বেজে উঠলো।

মঙ্গলবার (১ জানুয়ারি) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলন সেরেছে তিন দল; কুমিল্লা ভিক্টোরিয়ান্স, সিলেট সিক্সার্স ও রাজশাহী কিংস।

সিলেট ও রাজশাহী আনুষ্ঠানিক অনুশীলনে ঘাম ঝড়ালেও কুমিল্লার জন্য তা ছিলো ঐচ্ছিক। সকাল থেকে তামিম ইকবাল ও এনামুল হক বিজয় নেটে ব্যাটিং অনুশীলন করেছেন। আর তাদের বল ছুঁড়েছেন মোশাররফ হোসেন রুবেল ও সঞ্জিত সাহা। দিক নির্দেশনায় ছিলেন কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।

দিনের প্রথম আনুষ্ঠানিক অনুশীলন ছিল সিলেট সিক্সার্সের। দুপুর সাড়ে ১২টা থেকে শুরু করে শেষ করেছে আড়াইটায়। প্রথমে রানিং এরপর নেটে ব্যাটিং ও বোলিং অনুশীলন। ছিল ফিল্ডিং অনুশীলনও।

রাজশাহী কিংসের অনুশীলন দুপুর আড়াইটায় শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয়েছে ৩টায়। যা চলেছে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

বিপিএল

বিজ্ঞাপন

মানুষের হিংস্রতা কেন বাড়ছে?
২৪ নভেম্বর ২০২৪ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর