Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী ফুটবলারদের নিয়ে লিগ পরিকল্পনা


১ জানুয়ারি ২০১৯ ২২:৪৫

।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।

ঢাকা: এ কথা প্রায়সই বলেছেন নারী ফুটবলাররা। দেশে কোন নারী প্রিমিয়ার লিগ নেই। তাই খেলোয়াড় নতুন করে বের হচ্ছে না। পাইপলাইনে ফুটবলার সংকট চরমে। ভারতে ফ্র্যাঞ্জাইজিভিত্তিক লিগ খেলে দেশে ফিরে সাবিনা-কৃষ্ণা দেশের মাটিতে এমন লিগ করার কথা জানিয়েছেন। বাফুফে বেশ কয়েকবার আশ্বাস দিয়েও মাঠে গড়াতে পারেনি নারী ফুটবল লিগ।

এবারও দেশের নারী ফুটবলারদের নিয়ে প্রিমিয়ার ফুটবল লিগ করার পরিকল্পনা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ দলগুলো নিয়ে লিগ চালু করতে চায় ফেডারেশন।

আজ মঙ্গলবার (১ জানুয়ারি) বাফুফে ভবনে এমন পরিকল্পনার কথা জানালেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি জানান, ‘এ বছরের ফেব্রুয়ারির শেষ দিকে আমরা ক্লাবগুলোর সঙ্গে বসবো। আশা করি তারা ইতিবাচক সাড়া দিবেন। এটা দেশের ফুটবলের জন্যই দরকার।’

লিগ চালু হলে পাইপলাইন সংকট নিরসনসহ ফুটবলারদের আর্থিক উন্নয়ন ঘটবে বলে আশ্বাস সংশ্লিষ্টদের।

এবছর মেয়েদের ব্যস্ত সময় কাটতে চলেছে। নতুন বছরে মেয়েদের আছে ৫টি আন্তর্জাতিক আসর। ২৭ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ মিয়ানমারে হবে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের রাউন্ড-২ এর বাছাই পর্ব। ১২ থেকে ২২ মার্চ নেপালে আছে সাফ সিনিয়র উইমেন্স চ্যাম্পিয়নশিপ। সাউথ এশিয়ান গেমসেও অংশ নেবেন বাংলাদেশের মেয়েরা, যার দিনক্ষণ ঠিক হয়নি এখনো।

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা আছে আগস্টে। তারিখ এখনো নির্ধারণ হয়নি। মেয়েদের অনূর্ধ্ব-১৬ দল অংশ নেবে এএফসি চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে। ১৫ থেকে ২৮ সেপ্টেম্বর থাইল্যান্ডে হবে মেয়েদের এ টুর্নামেন্ট।

বিজ্ঞাপন

মেয়েদের অনূর্ধ্ব-১৯ দল নিয়ে ছয় জাতির বঙ্গমাতা আন্তর্জাতিক টুর্নামেন্ট হবে এপ্রিলে। দলও প্রায় চূড়ান্ত।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর