শচীনকে ছাড়িয়ে দ্রুততম ১৯ হাজারে কোহলি
৩ জানুয়ারি ২০১৯ ১৩:১৪
।। স্পোর্টস ডেস্ক ।।
আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে ১৯ হাজার রানের মাইলফলকে পৌঁছাতে মাত্র ১১ রান দরকার ছিল ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির। সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচ টেস্টের শেষ ম্যাচে বৃহস্পতিবার (৩ জানুয়ারি) মাঠে নেমে সেই মাইলফলক ছুঁয়ে ফেললেন ভারতের এই হার্ডহিটার ব্যাটসম্যান।
অজিদের বিপক্ষে এই ম্যাচে ২৩ রান করে আউট হয়ে মাঠ ছাড়েন ভারতীয় অধিনায়ক।
ক্রিকেট ইতিহাসে এর আগে ১৯ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন এগারো ব্যাটসম্যান। তবে দ্বাদশ ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলক ছুঁলেও, সবার চেয়ে এগিয়ে আছেন কোহলি।
১৯ হাজার রানের মাইলফলকে পৌঁছাতে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার খেলেছেন ৪৩২ ইনিংস। যেখানে ৩৯৯ ইনিংস খেলেই এই মাইলফলকে পৌঁছে গেছেন কোহলি। তাতেই দ্রুততম ১৯ হাজার রানের মাইলফলকে সবার আগে আছেন ডানহাতি এই ব্যাটসম্যান।
১৯ হাজার রানের মাইলফলকে পৌঁছাতে শচীনের চেয়ে এক ইনিংস (৪৩৩) বেশি খেলেছেন উইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারা। আর অস্ট্রেলিয়ান কিংবদন্তি ব্যাটসম্যান রিকি পন্টিং খেলেছেন ৪৪৪ ইনিংস।
ভারতের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ১৯ হাজারি ক্লাবে পৌঁছে গেছেন কোহলি। এর আগে শচীন ছাড়াও এই মাইলফলক ছুঁয়েছিলেন রাহুল দ্রাবিড়।
স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের এই টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে কোহলির নেতৃত্বে থাকা ভারত।
সারাবাংলা/এসএন