Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থিসারাকে উড়িয়েই দিলেন নিশাম


৩ জানুয়ারি ২০১৯ ১৪:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি নিউজিল্যান্ড। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে ব্যাটে ঝড় তোলে কিউই ব্যাটসম্যানরা। ম্যাচে দারুণ এক চমক দেখিয়েছেন নিউজিল্যান্ড অলরাউন্ডার জেমস নিশাম।

২০১৭ সালের জুনে শেষবার জাতীয় দলের জার্সিতে মাঠে নামেন নিশাম। প্রায় দেড় বছর পর বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দেশের জার্সিতে মাঠে নেমে ব্যাটে ঝড় তোলেন এই অলরাউন্ডার। ১৩ বলে ছয় ছক্কা ৪৭ রানে অপরাজিত ইনিংস খেলেন তিনি। ম্যাচে তার স্ট্রাইক রেট ৩৬১.৫৩।

ম্যাচে ৪৯তম ওভারে বল হাতে আসেন থিসারা পেরারা। এই ওভারে শ্রীলঙ্কান অলরাউন্ডারকে পাঁচটি ছক্কা হাঁকান নিশাম। এই ওভারেই নিশামের ঝড়ো ব্যাটিংয়ে ৩৪ রান দেন পেরেরা। তাতেই পেরেরার বোলিং ফিগার দাঁড়ায় ১০ ওভারে ৮০ রান খরচায় ২ উইকেট।

বিজ্ঞাপন

কিউই এই অলরাউন্ডারের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ৩৭১ রান।

সারাবাংলা/এসএন

ওয়ানডে জেমস নিশাম নিউজিল্যান্ড শ্রীলঙ্কা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর