Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পূজারার সেঞ্চুরিতে প্রথম দিন ভারতের


৩ জানুয়ারি ২০১৯ ১৪:৫৬

।। স্পোর্টস ডেস্ক ।।

স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বৃহস্পতিবার (৩ জানুয়ারি) শেষ ম্যাচে মাঠে নেমেছে ভারত। এই ম্যাচে অজিদের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছেন ডানহাতি ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। তার শতকে ভর করে প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ৩০৩ রান।

প্রথম দিন শেষে ১৩০ রানে অপরাজিত আছেন পূজারা। তার সঙ্গে ৩৯ রানে অপরাজিত আছেন হনুমা বিহারি।

সিডনিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। দলীয় ১০ রানেই ব্যক্তিগত ৯ রানে আউট হয়ে ফেরেন লোকেশ রাহুল। এরপর ওপেনার মায়াঙ্ক আগারওয়াল এবং পূজারা মিলে দলের হাল ধরেন। দু’জন মিলে ১১৬ রানের জুটি গড়েন। এরপর দলীয় ১২৬ রানে ব্যক্তিগত ৭৭ রানে ফেরেন আগারওয়াল।

এরপর ব্যাটিংয়ে আসেন অধিনায়ক বিরাট কোহলি। পূজারার সঙ্গে ব্যাটিংয়ে এসে ২৩ রান তুলে সাজঘরে ফেরেন ডানহাতি এই ব্যাটসম্যান। তবে এই ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বাদশ ব্যাটসম্যান হিসেবে ১৯ হাজার রানের ক্লাবে পৌঁছে যান কোহলি। এছাড়াও ভারতের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এই মাইলফলক ছুঁলেন কোহলি। এর আগে শচীন টেন্ডুলকার এবং রাহুল দ্রাবিড় ছুঁয়েছিলেন এই মাইলফলক।

এরপর অজিঙ্কা রাহানে ১৮ রানে ফিরলেও অপরাজিত থেকে দিন শেষ করেন পূজারা (১৩০) এবং বিহারি (৩৯)।

অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড ২টি উইকেট নেন। এছাড়াও মিচেল স্টার্ক ও নাথান লায়ন ১টি করে উইকেট নেন।

সারাবাংলা/এসএন

টেস্ট ভারত-অস্ট্রেলিয়া সিরিজ

বিজ্ঞাপন
সর্বশেষ

সিনিয়র সাংবাদিক বদিউল আলম আর নেই
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩১

সম্পর্কিত খবর