আলো ছড়ালেন গাপটিল-নিশাম, জয় পেয়েছে নিউজিল্যান্ড
৩ জানুয়ারি ২০১৯ ১৬:৩০
।। স্পোর্টস ডেস্ক ।।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে স্বাগতিক নিউজিল্যান্ড। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসনদের ব্যাটে ৪৫ রানের বড় জয় তুলে নিয়েছে কিউইরা।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই ১১৯ রান করেন লঙ্কান দুই ওপেনার নিরোশান ডিকভেলা ও দানুশকা গুনাথিলাকা। এরপর ব্যক্তিগত ৪৩ রানে গুনাথিলাকা আউট হলে ডিকভেলার সঙ্গে ব্যাটিংয়ে আসেন কুশল পেরেরা। দলীয় ১২৬ রানে ব্যক্তিগত ৭৬ রানে আউট হন ডিকভেলা।
এরপর একের পর এক ব্যাটসম্যান আউট হলেও ঝড়ো ইনিংস খেলে ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন কুশল পেরেরা। ৮৬ বলে ১৩ চার ও ১ ছক্কায় ১০২ রানের ইনিংস খেলেন পেরেরা।
তবে বাকি ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতার কারণে ৩২৬ রানেই থামে লঙ্কান ইনিংস।
নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন নিশাম। দুটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, ফার্গুসন ও ইশ সোধি। আর একটি উইকেট নেন হেনরি।
এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৭১ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩২৬ রানেই থামে শ্রীলঙ্কার ইনিংস।
দলীয় ২৩ রানে ব্যক্তিগত ১৩ রান করে কলিন মুনরো আউট হলেও ওপেনার মার্টিন গাপটিলের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৬৩ রানের জুটি গড়েন অধিনায়ক কেন উইলিয়ামসন। এরপর দলীয় ১৮৬ রানে ব্যক্তিগত ৭৬ রান তুলে আউট হয়ে ফেরেন কিউই অধিনায়ক।
এরপর ঝড়ো ব্যাটিংয়ে ক্যারিয়ারের ১৩তম শতক তুলে নেন গাপটিল। তবে দলীয় ২৭৪ রানে আউট হয়ে ফেরেন তিনি। আউট হওয়ার আগে ১৩৯ বলে ১১ চার ও ৬ ছক্কায় ১৩৮ রানের ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
এরপর রস টেইলর (৫৪), হেনরি নিকোলস (১৫) ও টিম সেইফার্ট (১১) আউট হয়ে ফিরলেও ১৩ বলে ৬ ছক্কায় ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন জেসন নিশাম।
শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদীপ ও থিসারা পেরেরা ২টি করে উইকেট নেন।
ম্যাচসেরা হন সর্বোচ্চ ১৩৮ রান করা নিউজিল্যান্ড ওপেনার মার্টিন গাপটিল।
সারাবাংলা/এসএন