ডিআরএস, রোবোটিক ক্যামেরার বিপিএল
৪ জানুয়ারি ২০১৯ ১৯:২১
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ডিসিশিন রিভিউ সিস্টেম (ডিআরএস) ও রোবোটিক ক্যামেরা বিপিএলের বিগত পাঁচ আসরের কোনটিতেই দেখা যায়নি। তবে এবার দেখা যাবে। ষষ্ঠ আসরের নতুনত্ব বলতে থাকছে এই দুটি। থাকছে এলইডি স্ট্যাম্প, এলইডি বেলস ও তবে এগুলো তো আর নতুন নয়। আগেও দেখা গেছে। যা হোক এমন নতুন ও পুরোনোর মিশেলে শনিবার (৫ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠবে এবারের বিপিএলের।
দিনের প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়। যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স, মুখোমুখি হবে চিটাগং ভাইকিংসের। বিকাল ৫টা ২০ মিনিটে দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ডায়নাইমটসের প্রতিপক্ষ রাজশাহী কিংস।
এদিকে টুর্নামেন্টে অংশ নিতে সিংহভাগ বিদেশি ক্রিকেটারই স্ব স্ব দলে যোগ দিয়েছেন। বিশেষ করে যাদের ওপরে টুর্নামেন্টের স্পট লাইট থাকছে। অ্যালেক্স হেলস রংপুর রাইডার্সে, ডেভিড ওয়ার্নার সিলেট সিক্সার্সে, স্টিভ স্মিথ ইতোমধ্যেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সে রিপোর্ট করেছেন।
তবে ক্রিস গেইল ও এবি ডি ভিলিয়ার্স এখনো আসেননি। গেইল আসছেন শনিবার (৫ জানুয়ারি) সকালে, আর ভিলিয়ার্স যোগ দেবেন টুর্নামেন্টের সিলেট পর্ব থেকে।
এছাড়া বিপিএলের পুরো মঞ্চই প্রস্তুত। এখন শুধু মাঠে গড়ানোর অপেক্ষা। যার শেষ হবে রাত পোহালেই।
সারাবাংলা/এমআরএফ/এসএন