Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএল মাতাতে ক্রিস গেইল এখন ঢাকায়


৫ জানুয়ারি ২০১৯ ১১:৪২ | আপডেট: ৫ জানুয়ারি ২০১৯ ১১:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিপিএলে রংপুর রাইডার্স ভক্তদের অপেক্ষার পালা শেষ হলো। ষষ্ঠ আসর মাতাতে উদ্বোধনী ম্যাচের দিনই ঢাকায় পৌঁছেছেন ক্যারিবীয় ব্যাটিং টর্নেডো ক্রিস গেইল। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে উড়ে শনিবার (৫ জানুয়ারি) সকালে রংপুর রাইডার্স দলে যোগ দিয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটের সবচাইতে বড় এই স্পন্সর।

তবে শনিবার এলেও চিটাগং ভাইকিংসের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মাঠে নামছেন না। থাকছেন বিশ্রামে। সবকিছু ঠিক থাকলে দ্বিতীয় ম্যাচ থেকে তাকে ব্যাট হাতে দেখা যাবে।

হয়তো সবাই জানেন তারপরেও বলে রাখছি। বিপিএলের গেল আসরে তার ব্যাটেই প্রথম শিরোপার স্বাদ পেয়েছিলো রংপুর। ফাইনালে ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে ৬৯ বলে ১৪৬ রানের বিস্ফোরক ইনিংসে ভর করেই শিরোপা ঘরে তুলেছিল রংপুর।

বিজ্ঞাপন

এলিমিনেটরেও খুলনা টাইটান্সের বিপক্ষেও ব্যাট হাতে রানের ফুলঝড়ি ছুটিয়েছিলেন। ৫১ বলে খেলেন ১২৬ রানের বিধ্বংসী ইনিংস। দুই সেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ (৪৮৫) রান সংগ্রাহক।

সবশেষ আসরে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে এবারও বাঁহাতি এই ব্যাটসম্যানকে ধরে রেখেছে রংপুরের ফ্র্যাঞ্চাইজি।

সারাবাংলা/এমআরএফ/এসএন

ক্রিস গেইল বিপিএল ২০১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর