Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতাল থেকে ফিরলেন ‘বিপদমুক্ত’ ম্যারাডোনা


৫ জানুয়ারি ২০১৯ ১২:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

আবারো অসুস্থ হয়ে পড়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। তবে এ যাত্রায় বড় বিপদ থেকে বেঁচে গেছেন ৫৮ বছর বয়সি এই মহাতারকা।

শুক্রবার (৪ জানুয়ারি) মেডিক্যাল টেস্টের পর পাকস্থলীতে রক্তক্ষরণ ধরা পড়ে ম্যারাডোনার। তবে তার মেয়ে ডালমা জানিয়েছেন, অনেকটা আশঙ্কামুক্ত হয়েই হাসপাতাল থেকে বাড়িতে ফিরে গেছেন এই আর্জেন্টাইন।

ডালমা বলেন, ‘যারা আমার বাবার অসুস্থতা নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন, তাদেরকে বলছি তিনি (ম্যারাডোনা) এখন বিপদমুক্ত।’
বার্তা সংস্থা রয়টার্স নিশ্চিত করেছে, হাসপাতাল ছেড়েছেন ম্যারাডোনা।

এর আগে রাশিয়া বিশ্বকাপে মেক্সিকো-আর্জেন্টিনার ম্যাচ চলাকালীন সময়ে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন ম্যারাডোনা। পরে অবশ্য সুস্থ আছেন বলেই জানিয়েছিলেন তিনি নিজেই জানিয়েছিলেন।

বিজ্ঞাপন

১৯৮৬ সালে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের নেতৃত্ব দিয়েছিলেন ম্যারাডোনা। বর্তমানে মেক্সিকোর দ্বিতীয় সারির ক্লাব ডোরাডোস ডি সিনালোয়ার কোচের দায়িত্বে আছেন তিনি।

সারাবাংলা/এসএন

দিয়েগো ম্যারাডোনা

বিজ্ঞাপন

রিয়েলমি ফোনে মূল্যছাড়
১০ জুলাই ২০২৫ ১৭:২৭

আরো

সম্পর্কিত খবর