যেদিক থেকে চতুর্থস্থানে টাইগাররা
৬ জানুয়ারি ২০১৯ ১৩:৩৪
।। স্পোর্টস ডেস্ক ।।
বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ভালো একটি বছর ছিল ২০১৮ সাল। গত বছরের ক্রিকেটে টাইগারদের নিয়ে নানা আলোচনা-সমালোচনার মাঝে ঘটে গেছে দারুণ একটা ব্যাপার। ২০১৮ সালে ওয়ানডে ফরম্যাটে জয়ের দিক থেকে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দলের চেয়ে অনেকটা এগিয়ে আছে বাংলাদেশ দল।
২০১৮ সালে সবমিলিয়ে ২০টি ওয়ানডে ম্যাচ খেলেছে টাইগাররা। এর মধ্যে ১৩টি জয় ও ৭টি ম্যাচে হেরেছে মাশরাফি-মুশফিক-সাকিবরা। যেখানে ৬৫ শতাংশ নিয়ে ২০১৮ সালে জয়ের দিক থেকে চতুর্থস্থানে জায়গা করে নিয়েছে লাল-সবুজের দল।
এই তালিকায় বাংলাদেশের ওপরে আছে ভারত, ইংল্যান্ড আর নিউজিল্যান্ড। বাংলাদেশের সমান ২০টি ওয়ানডে ম্যাচ খেলে ১৪টি জয়, ৪টি হার ও ২টি ম্যাচে টাই হয়েছে ভারতের। সবমিলিয়ে ৭৫ শতাংশ জয় মিলেছে বিরাট কোহলিদের। গত বছরে ২৪টি ওয়ানডে ম্যাচের মধ্যে ১৭টি জয় ও ৬ ম্যাচ হেরে দ্বিতীয়স্থানে থাকা ইংল্যান্ডের জয়ের গড় ৭৩.৯১ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড খেলেছে ১৩টি ওয়ানডে ম্যাচ। এর মধ্যে ৮ ম্যাচে জয় ও ৪ ম্যাচে হেরেছে তারা। যেখানে সবমিলিয়ে ৬৬.৬৬ শতাংশ ম্যাচ জিতেছে কিউইরা।
বাংলাদেশের পরে এই তালিকার ষষ্ঠ স্থানে আছে আফগানিস্তান। ২০১৮ সালে ২০টি ওয়ানডেতে ১২ জয়, ৭টি হার ও ১টি ম্যাচে টাই হওয়ায় তাদের জয়ের গড় ৬২.৫০ শতাংশ।
তবে গত বছরের জয়ের দিক থেকে অনেকটাই পিছিয়ে আছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। ১৭টি ওয়ানডে ম্যাচ খেলে ৯টি জয় ও ৮টি ম্যাচ হেরে ৫২.৯৪ শতাংশ জয় নিয়ে ষষ্ঠ স্থানে ছিল প্রোটিয়ারা।
১৮ ম্যাচে ৮টি জয়ে ৪৭.২২ শতাংশ জয় নিয়ে সাতে আছে ওয়েস্ট ইন্ডিজ। সমান ম্যাচ সমান জয়ে ৪৭.০৫ শতাংশ জয়ে তালিকার আটে আছে পাকিস্তান। আর ১৭টি ম্যাচ খেলে ৬ ম্যাচ জয়ে ৩৭.৫০ শতাংশ জয়ে নবম স্থানে আছে শ্রীলঙ্কা।
তবে গতবছরটা একেবারেই ভালো কাটেনি ক্রিকেট অস্ট্রেলিয়ার। ১৩টি ওয়ানডেতে ২টি জয় ও ১১টি হারে ১৫.৩৮ শতাংশ জয় নিয়ে একেবারে তলানিতে (দশম স্থানে) আছে অস্ট্রেলিয়া।
সারাবাংলা/এসএন