Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোলউৎসব করে এফএ কাপের চতুর্থ রাউন্ডে ম্যানচেস্টার সিটি


৭ জানুয়ারি ২০১৯ ১২:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

ঘরের মাঠে রদারহ্যামকে উড়িয়ে দিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে ম্যানচেস্টার সিটি। রোববার (৬ জানুয়ারি) ঘরের মাঠে তৃতীয় রাউন্ডের ম্যাচে রদারহ্যামের বিপক্ষে ৭-০ গোলের জয় তুলে নিয়েছে পেপ গার্দিওলার ছাত্ররা।

এ জয়ে আসরের সেরা বত্রিশে পৌঁছে গেছে সিটি।

ম্যাচের ১২ মিনিটে রহিম স্টারলিংয়ের গোলে এগিয়ে যায় সিটি। এরপর দ্বিতীয় গোল পেতে বেশ অপেক্ষা করতে হয়েছে তাদের। বিরতির আগে ম্যাচের ৪৩ মিনিটে গোল করেন ফিল ফডেন। এরপর সফরকারীদের হয়ে আত্মঘাতী গোল করে বসেন সেমি আজায়ি। তাতেই ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় গার্দিওলার ছাত্ররা।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫২ মিনিটেই গোল করে বসেন গ্যাব্রিয়েল জেসুস। এরপর গোল উৎসবে যোগ দেন রিয়াদ মেহরাজ।

বিজ্ঞাপন

ম্যাচের ৭৩ মিনিটে তার গোলে ব্যবধান দাঁড়ায় ৫-০। এরপর ম্যাচের ৭৮ মিনিটে নিকোলাস ওতামেন্দির গোল এবং ম্যাচের ৮৫ মিনিটে লেরয় সানের গোলে ৭-০ গোলের বড় জয় তুলে নিয়েছে গার্দিওলার দল।

সারাবাংলা/এসএন

এফএ কাপ ম্যানচেস্টার সিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর