Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জোহানেসবার্গ টেস্টে নিষিদ্ধ ডু প্লেসিস


৭ জানুয়ারি ২০১৯ ১৪:২৩

।। স্পোর্টস ডেস্ক ।।

সফরকারী পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে ২-০ তে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের শেষ ম্যাচ জোহানেসবার্গে শুরু হবে ১১ জানুয়ারি (শুক্রবার)। তবে এই টেস্টের আগে দুঃসংবাদ পেয়েছেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস। শেষ টেস্টের জন্য নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি।

সেঞ্চুরিয়নে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর সিরিজের দ্বিতীয় ম্যাচ হয়েছিল কেপটাউনে। এই টেস্টে স্লো ওভার রেটের কারণে শেষ ম্যাচে নিষেধাজ্ঞা ছাড়াও ম্যাচ ফি’র বিশ ভাগ জরিমানা করা হয়েছে তাকে।

ডু-প্লেসিসের পাশাপাশি শাস্তি পেতে হচ্ছে দ্বিতীয় টেস্টের একাদশে থাকা বাকি খেলোয়াড়দেরকেও। নিষেধাজ্ঞা না পেলেও ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা দিতে হবে তাদের।

ম্যাচ রেফারি ডেভিড বুন এই সিদ্ধান্ত দেন।

পাকিস্তানের বিপক্ষে পেস নির্ভর দল গড়েও স্লো ওভার রেটের কারণে দুই ইনিংস মিলিয়ে ১২২ ওভার বোলিং করেছে প্রোটিয়া দল।

এর আগেও গত বছর ভারতের বিপক্ষে সিঞ্চুরিয়ন টেস্টে স্লো ওভার রেটের কারণে জরিমানা পেয়েছিলেন ডু-প্লেসিস। ১২ মাসের মধ্যে আবারও একই কান্ড ঘটানোয় এক ম্যাচ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তাকে।

সারাবাংলা/এসএন

টেস্ট দক্ষিণ আফ্রিকা ফাফ ডু প্লেসিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর