Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আত্মবিশ্বাস হারিয়ে গেছে জিদান শিষ্যদের


১৪ জানুয়ারি ২০১৮ ১৮:১০

সারাবাংলা ডেস্ক

লা লিগায় হতাশার বৃত্তে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। টানা তিন ম্যাচ জয়হীন স্প্যানিশ জায়ান্টরা। ঘরের মাঠেও জিততে পারেনি রোনালদো-বেল-বেনজেমাদের দলটি। রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান জানালেন, সবশেষ ম্যাচে জিততে না পারায় দলের অনেকেরই আত্মবিশ্বাস হারিয়ে গেছে।

সবশেষ লিগের ম্যাচে ভিয়ারিয়ালের কাছে রিয়াল হেরেছে ১-০ গোলের ব্যবধানে। আর এই হারের পর অনেক শিষ্যই নিজেদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে বলে মনে করছেন রিয়ালের এই কোচ, ‘গত মৌসুমে আমরা দারুণ খেলেছি। সেবার যে দলকে হারানো কঠিন ছিল এবার সেই দলটিই জিততে পারছে না। দলের এই অবস্থায় আত্মবিশ্বাস এখন চূর্ণ-বিচূর্ণ।’

টানা দুই ম্যাচ ড্র করার পর হারলো রিয়াল। বর্তমান চ্যাম্পিয়নরা বাজে পরিস্থিতির মধ্যদিয়ে যাচ্ছে বলে মত জিদানের, ‘এটা মেনে নেওয়া কঠিন। সঙ্গে হারের অস্বস্তিতে রয়েছি আমরা। ঘরের মাঠে ভিয়ারিয়ালের কাছে এবারই প্রথম হারতে হলো আমাদের। এই হার কিন্তু আমাদের প্রাপ্য ছিল না। আমরা যথেষ্ট ভালো খেলেছি।’

রিয়ালকে হারাতে ভিয়ারিয়ালের একমাত্র গোলটি করেন পাবলো ফরনালস। ম্যাচের ৮৭ মিনিটে এই একমাত্র গোলটিতে হারতে হয় রিয়ালকে। জিদান যোগ করেন, ‘আমাদের স্কোর করার সুযোগ ছিল। কিন্তু জবাব দিতে পারিনি। দলের সবার জন্য বিষয়টা ছিল হতাশার। আর ম্যাচের শেষ দিকে পয়েন্ট হারানো তো আরও হতাশার। শিরোপা দৌড়ে টিকে থাকতে হলে যেখান থেকেই হোক একটি জয় প্রয়োজন।’

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে ডেঙ্গুতে তরুণের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:১০

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর