Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোর্টে নামার আগে বিতর্কিত শারাপোভা


১৪ জানুয়ারি ২০১৮ ১৮:৩৩

সারাবাংলা ডেস্ক

শুরু হচ্ছে টেনিসে বছরের প্রথম মেগা কোনো ইভেন্ট। অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের বাছাইয়ে কে কার প্রতিপক্ষ সেটা নির্ধারণ হয়ে গেছে। ড্র অনুষ্ঠানে অংশ নিয়ে বিতর্কে জড়িয়েছেন মারিয়া শারাপোভা। ডোপিংয়ের অপরাধে শাস্তি পেয়ে ফিরে এসে মারিয়া শারাপোভার এবারই প্রথম মেলবোর্ন সফর। তবে কোর্টে নামার আগেই ফের বিতর্কে জড়িয়ে পড়তে হলো তাকে।

ড্রয়ের অনুষ্ঠানে ট্রফি-বাহক হিসেবে হাজির হয়েছিলেন টেনিসের গ্লামারগার্ল শারাপোভা। অনুষ্ঠানে উপস্থিত অনেকেই চাননি টেনিসের কোর্টকে কলঙ্কিত করা শারাপোভা সেখানে অংশ নিক। তবে, উদ্যোক্তাদের অনুরোধেই তিনি ট্রফি-বাহক হিসেবে উপস্থিত হয়েছিলেন।

যা নিয়ে উদ্যোক্তাদের শেষে তোপের মুখেই পড়তে হয়। উদ্যোক্তাদের যুক্তি, এটা যেহেতু মেলবোর্নে শারাপোভার দশম বছর, তাই সাবেক চ্যাম্পিয়নকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

শারাপোভার মিশন শুরু হবে তাটজানা মারিয়ার বিপক্ষে। প্রত্যাশিত জয় পেলে আর দ্বিতীয় রাউন্ড উৎরাতে পারলে তার সামনে পড়বেন আঞ্জেলিক কেরবার।

এদিকে, মেয়েদের গত বারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস এবার খেলবেন না। তার বোন ভেনাস উইলিয়ামস অবশ্য অংশ নিচ্ছেন। ভেনাসের অস্ট্রেলিয়ান ওপেন শুরু হবে বিশ্বের ৭৭ নম্বর বেলিন্ডা বেনচিচের বিপক্ষে।

ওয়াইল্ড কার্ড খেলোয়াড়ের বিরুদ্ধে শুরু করলেও শীর্ষবাছাই সিমোনা হালেপ কিন্তু দ্বিতীয় রাউন্ডেই পেতে পারেন টেনিসের আরেক তারকা ২০১৪ সালের উইম্বলডন ফাইনালিস্ট ইউজেনি বুচার্ডকে। বুচার্ড অবশ্য সাম্প্রতিক সময়ে আগের সেই ফর্ম ধরে রাখতে পারছেন না।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর