পেলে-জিকোদের পাশে রোনালদিনহো
৯ জানুয়ারি ২০১৯ ১৩:২৬
।। স্পোর্টস ডেস্ক ।।
ব্রাজিলের রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামের হল অব ফেম সম্মাননা পেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রোনালদিনহো। ৩৮ বছর বয়সী রোনালদিনহোর পদচিহ্ন রেখে দেওয়া হয়েছে। ২০০২ সালের বিশ্বকাপ জয়ী ব্রাজিলের এই সুপারস্টার দেশটির কিংবদন্তি পেলে, জিকো, গারিঞ্চাদের মতো বিশ্বখ্যাত ফুটবলারদের পদচিহ্নের সাথে যোগ হয়েছেন।
রোনালদিনহো এমন সম্মাননা পাওয়ার পর জানান, ‘আমার ক্যারিয়ারে এটা সবচেয়ে বড় অর্জন।’
স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা রোনালদিনহো খেলেছেন ইতালিয়ান জায়ান্ট এসি মিলান, ফরাসি ফেভারিট পিএসজির মতো হেভিওয়েট ক্লাবে। ২০০২ সালের বিশ্বকাপে রোনালডো-রিভালদোদের পাশে উজ্জ্বল ছিলেন রোনালদিনহো। ইংল্যান্ডের বিপক্ষে দূরপাল্লার শটে গোল করে জানান দিয়েছিলেন নিজেকে।
ব্রাজিলের এই সুপারস্টার ২০০৫ সালে জিতেছিলেন ব্যালন ডি অর। ২০১৮ সালের জানুয়ারিতে জাতীয় দলকে বিদায় বলার আগে খেলেছেন ৯৭ ম্যাচ, গোল করেছেন ৩৩টি। ক্লাব ক্যারিয়ারে ৭১৯টি ম্যাচ খেলে গোল করেছেন ২৮০টি।
সারাবাংলা/এমআরপি