Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলে দর্শক খরা কেন, জানালেন মুশফিক


৯ জানুয়ারি ২০১৯ ১৮:২২

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ, মোস্তাফিজের মতো দেশি তারকাদের সঙ্গে বিশ্বের নামি-দামি তারকা ক্রিকেটাররাও খেলছেন বিপিএলের ষষ্ঠ আসরে। টি-টোয়েন্টি ক্রিকেট স্পেশালিস্ট কে নেই এখানে? ক্রিস গেইল, স্টিভেন স্মিথ, অ্যালেক্স হেলস, ডেভিড ওয়ার্নার, আন্দ্রে রাসেল, এভিন লুইস, কাইরন পোলার্ড, সুনিল নারাইন, শহিদ আফ্রিদি আছেন। কিন্তু তবুও মাঠ বিমুখ দর্শক।

বিজ্ঞাপন

বিপিএলের কোনো আসরেই এত সংখ্যক তারকার উপস্থিতি আগে দেখা যায়নি। কিন্তু তারপরেও গ্যালারি ফাঁকা। দর্শক আসছে না মাঠে। ম্যাচ যত গড়াচ্ছে শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারিও ফাঁকা হচ্ছে ততই! বুধবারের (৯ জানুয়ারি) দুই ম্যাচে সাকুল্যে ১ হাজার দর্শকের উপস্থিতিও চোখে পড়লো না!

কেন দর্শক নেই মাঠে? জানতে চাওয়া হয়েছিল মুশফিকুর রহিমের কাছে। বুধবার (৯ জানুয়ারি) সিলেট সিক্সার্সের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এলে প্রাসঙ্গিক প্রশ্নটি সংবাদমাধ্যম কর্মীরা তার কাছে জানতে চান।

উত্তরে প্রযুক্তির উতকর্ষতাকেই দায়ী করলেন এই ভাইকিংস দলপতি, ‘ফাঁকা গ্যালারি তো থাকবে ভাই। আপনারা এখন মোবাইলে লাইভ দেখতে পারেন, বাসায় বসে বসে আরামে খেলা দেখতে পারেন। যখন বাইরে কাজ করেন তখন টিভিতে দেখেন বা মোবাইলে দেখেন। এই কারণেও হতে পারে। আগে আবাহনী-মোহামেডানের খেলা হতো, লিগের খেলা যদি দেখেন, সেখানে কোথাও দেখার সুযোগ থাকত না তখন অনেক দর্শক হতো।’

মুশফিক আরও জানান, ‘আর সারা বছর আন্তর্জাতিক খেলা এত হয় যে ভাবে এখন একটু রেস্ট নেই আন্তর্জাতিক খেলা হলে দেখব। আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলব এত বড় বড় প্লেয়ার আসছে- স্মিথ, ওয়ার্নার, রাসেল, পোলার্ড তাদের খেলা যদি মাঠে বসে না দেখেন তাহলে আর কোথায় দেখবেন?’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর