Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‌্যাবিটহোলে দেখুন ভাইকিংস-সিক্সার্স ম্যাচের কিছু মুহূর্ত


৯ জানুয়ারি ২০১৯ ১৯:২৫

।। স্পোর্টস ডেস্ক ।।

চলমান বিপিএলের সপ্তম ম্যাচে মুখোমুখি হয়েছিল চিটাগং ভাইকিংস এবং সিলেট সিক্সার্স। নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে জিতেছিল মুশফিকের চিটাগং আর কুমিল্লার বিপক্ষে হেরেছিল ডেভিড ওয়ার্নারের সিলেট। এই ম্যাচের মধ্যদিয়ে নিজেদের প্রথম জয় পেয়েছে নাসির-সাব্বির-লিটন-ওয়ার্নারদের নিয়ে সাজানো সিলেট। মুশফিকের ভাইকিংসকে মাত্র ৫ রানে হারিয়েছে সিক্সার্সরা।

বিজ্ঞাপন

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সিলেট দলপতি ওয়ার্নার। নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে সিক্সার্সরা তোলে ১৬৮ রান। জবাবে, ব্যাটিংয়ে নেমে শেষ ওভারে হারতে হয় ভাইকিংসকে। শেষ ওভারে ১৮ রান তুলেও ৫ রানের হার এড়াতে পারেনি মুশফিকের দলটি। ৭ উইকেট হারানো ভাইকিংসের ইনিংস থেমে যায় ১৬৩ রানের মাথায়।

বিপিএল ষষ্ঠ আসরের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে র‌্যাবিটহোলবিডি। এছাড়া ইউটিউবে র‍্যাবিটহোলবিডি এন্টারটেইনমেন্ট চ্যানেল, র‍্যাবিটহোল অ্যাপ এবং ওয়েবসাইট র‍্যাবিটহোল প্রাইমে ইংরেজিতে ধারাভাষ্য শোনা গেলেও র‍্যাবিটহোলবিডি স্পোর্টস চ্যানেলে চলছে বাংলা ভাষায় ধারাভাষ্য।

ডেভিড ওয়ার্নারের ৫৯ রানের ইনিংস:

আফিফ হোসেন ধ্রুবর ৪৫ রানের ইনিংস:

রব্বি ফ্রাইলিঙ্কের ৩ উইকেট:

সিক্সার্সদের উইনিং মোমেন্টস:

মুশফিক-আফিফের প্রেস কনফারেন্স:

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর