বিপিএলে সবচেয়ে ব্যয়বহুল আল আমিন
৯ জানুয়ারি ২০১৯ ২০:০৫
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
বিপিএলের চলতি আসরে প্রথম জয়ের মুখ দেখলো সিলেট সিক্সার্স। সেদিনই কী না লজ্জাকর এক রেকর্ডের পাশে নাম লেখালেন সিক্সার্স পেসার আল আমিন হোসেন। বিপিএলে এযাবৎকালে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড এখন তার দখলে। ভেঙে দিলেন বিগত আসরগুলোর রেকর্ড।
বুধবার (৯ জানুয়ারি) চিটাগং ভাইকিংসের বিপক্ষে আল আমিন ৪ ওভারে দিয়েছেন ৫৭ রান এবং থেকেছেন উইকেটশূন্য।
রেকর্ডটি এতদিন যৌথভাবে ছিল লঙ্কান অফস্পিনিং অলরাউন্ডার দিলশান মুনাবিরা ও কামরুল ইসলাম রাব্বির দখলে। মুনাবিরা তিক্ত এই রেকর্ডটি করেছিলেন ২০১৫ সালে। ৪ ওভারে দিয়েছিলেন ৫৪ রান। কাকতালীয়ভাবে দলটি ছিল এই সিলেট এবং প্রতিপক্ষ চিটাগং ভাইকিংস। তবে তখন অন্য ফ্র্যাঞ্চাইজির অধীনে থাকায় নাম ছিল সিলেট সুপার স্টারস।
পঞ্চম বিপিএলে মুনাবিরাকে স্পর্শ করেন রাব্বি। অবিশ্বাস্য হলেও এবারও দলের নাম সিলেট সিক্সার্স। তবে প্রতিপক্ষ ছিল রাজশাহী কিংস। ৪ ওভারে রাব্বি দিয়েছিলেন ৫৪ রান।
তার তার আগের বছর অর্থাৎ ২০১৬ বিপিএলে খুলনা টাইটান্সের হয়ে রাজশাহী কিংসের বিপক্ষে ৪ ওভারে ৫৩ রান দিয়েছিলেন পেসার শফিউল ইসলাম।
সারাবাংলা/এমআরএফ/এমআরপি