Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

না খেলেও খেদহীন বেল


১০ জানুয়ারি ২০১৯ ১৭:৫২ | আপডেট: ১০ জানুয়ারি ২০১৯ ১৭:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিপিএলের প্রথম ম্যাচ থেকেই ঢাকা ডায়নামাইটস দলে আছেন প্রথমবারের মতো টুর্নামেন্টে নাম লেখানো ইংলিশ টপ অর্ডার ইয়ান বেল। কিন্তু তা সত্বেও বিগত দুই ম্যাচের একটিতেও তার ব্যাট হাতে নামা হয়নি। থেকেছেন ডাগআউটে। কিন্তু তারপরেও খেদহীন তিনি, নেই কোন অভিযোগও। উল্টো ডাগআউটে বসে উপভোগ করছেন বিপিএল। ম্যাচে সুযোগ মিলছে না সত্যি, অনুশীলনে সতীর্থদের সঙ্গে সময় কাটছে। সেখান থেকে শিখছেনও অনেক কিছুই। এর বাইরে টিম হোটেল, টিম বাসে দারুণ সময় কাটছে তার।

সবচাইতে আশ্চর্যের বিষয় হলো, না খেলেও নিজেকে ভাগ্যবান মানছেন এই ডায়নমাইটস। সেটা অন্য কারণে নয়, ঢাকার মতো দলে থাকায়। যেহেতু সেখানে নারাইন, পোলার্ড, রাসেল, সাকিবের মতো বিশ্বসেরা ক্রিকেটাররা আছেন।

বিজ্ঞাপন

‘সত্যিই আমি বাংলাদেশে উপভোগ করছি। গত সপ্তাহটা ছিলো দারুণ। আমরা ভালো ক্রিকেট খেলেছি, দুটি ম্যাচ জিতেছি। এই বিষয়টিও আমি উপভোগ করেছি। হয়তো আমি কয়েকটি ম্যাচ খেলবো কিন্তু আমাদের শুরুটা ছিলো শক্তিশালি।’

‘অবশ্যই আমরা ভাগ্যবান যে আমাদের দলে কিছু বিশ্বমানের প্লেয়ার আছে এবং তারা সবাই ভালো খেলছে। আমি যদি সুযোগ পাই সেটা হবে দারুণ। আর যদি নাও পাই দলের অনুশীলনে অনেক কিছুই শিখবো।’

শুক্রবার (১০ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচটি হতে যাচ্ছে বিগ ম্যাচ। যেখানে ইয়ান বেলের ঢাকার মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। ম্যাচটিকে সামনে রেখে তার দল সেরা প্রস্তুতি নিয়েছে বলে জানালেন এই ইংলিশ।

‘দুই দলই ভালো। ম্যাচটি বড় কিন্তু আমাদের দলে যারা খেলবে তারা বেশ চনমনে এবং আগের চাইতেও কঠোর পরিশ্রম করেছে। নিঃসন্দেহে ম্যাচটি উপভোগ্য হবে। যেহেতু খেলাটি বিশ্বমানের ক্রিকেটারদের বিরুদ্ধে হবে। এবং আমার মনে হয় ঢাকার জন্য ম্যাচটি বড় একটি চ্যালেঞ্জও।’

সারাবাংলা/এমআরএফ/এসএন

ইয়ান বেল ঢাকা ডায়নামাইটস বিপিএল ২০১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর