Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩৪ ওভার শেষে জিম্বাবুয়ে ১১১/৫


১৫ জানুয়ারি ২০১৮ ১৩:১৫

স্টাফ করেসপন্ডেন্ট

LIVE CRICKET at SARABANGLA.NET

নিজেদের মাঠ, চেনা কন্ডিশন আর স্বাগতিক দর্শকদের সামনে জ্বলে ওঠে টিম বাংলাদেশ। জিম্বাবুয়ের টপঅর্ডারের ৫ ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়েছে টাইগাররা। সবশেষ উইকেটটি নিয়েছেন সানজামুল ইসলাম। তার আগে মোস্তাফিজ, মাশরাফি উইকেট নেন। প্রথম দুটি নিয়েছেন সাকিব। সিকান্দার রাজা ৪০, পিটার মুর ৯ রানে অপরাজিত।

সোমবার (১৫ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মাঠের লড়াইয়ে নামে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ব্যাটিং উদ্বোধনে নামেন জিম্বাবুয়ের ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা এবং সলোমন মিরে।

ইনিংসের শুরুতে মাশরাফি প্রথম ওভারে আক্রমণে আনেন সাকিবকে। ইনিংসের দ্বিতীয় বলেই সাকিব ফিরিয়ে দেন মিরেকে। মুশফিকের দারুণ এক স্ট্যাম্পিংয়ে ফেরেন মিরে। পরের বলেই সাব্বিরের ক্যাচে ফেরেন ক্রেইগ আরভিন। প্রথম ওভারে ৫ রানের বিনিময়ে সাকিব তুলে নেন দুটি উইকেট। ইনিংসের অষ্টম ওভারের শেষ বলে মাশরাফি ফেরান মাসাকাদজাকে। ম্যাশের অফস্ট্যাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে ব্যাটের কানায় বল লাগান জিম্বাবুয়ের ওপেনার। মুশফিকের তালুবন্দি হওয়ার আগে এই ওপেনার ২৪ বলে দুটি চারের সাহায্যে করেন ১৫ রান। দলীয় ৩০ রানের মাথায় টপঅর্ডারের তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে জিম্বাবুয়ে।

LIVE CRICKET at SARABANGLA.NET

এরপর উইকেট শিকারে যোগ দেন মোস্তাফিজ। জাতীয় দলে দ্বিতীয়বারের মতো ফেরা ব্রেন্ডন টেইলরকে ফেরান মোস্তাফিজ। এবারো উইকেটের পেছনে থাকা মুশফিকের কৃতিত্বে জিম্বাবুয়ের ব্যাটসম্যানকে সাজঘরে ফিরতে হয়। মুশফিকের গ্লাভসবন্দি হওয়ার আগে টেইলর ৪৫ বলে দুটি চারের সাহায্যে ২৪ রান করেন। দলীয় ৫১ রানেই চতুর্থ উইকেট হারায় জিম্বাবুয়ে। দলীয় ২৬তম ওভারে উইকেট শিকারে যোগ দেন সানজামুল ইসলাম। নিজের দ্বিতীয় বলে ক্যাচ মিস করেন তিনি। তবে, চতুর্থ বলে সাব্বিরের হাত থেকে বাঁচতে পারেননি ম্যালকম ওয়ালার। ব্যক্তিগত ১৩ রানেই ফেরেন ওয়ালার।

বিজ্ঞাপন

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সানজামুল ইসলাম, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

 

LIVE CRICKET at SARABANGLA.NET

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর