Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একুশ শতকে রিয়ালের বাজে হাল


১৩ জানুয়ারি ২০১৯ ১৫:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

এরই মধ্যে স্প্যানিশ লা লিগায় ১৮ ম্যাচ খেলে ফেলেছে রিয়াল মাদ্রিদ। টুর্নামেন্টের সফল ক্লাবটি এই মৌসুমে শুরু থেকেই ধুঁকছে। আপাতত পয়েন্ট টেবিলে তাদের স্থান পাঁচে। ১৮ ম্যাচ খেলা বার্সার পয়েন্ট সর্বোচ্চ ৪০, দুইয়ে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের ৩৫, তিনে থাকা সেভিয়ার ৩৩, চারে থাকা দেপোরতিভো আলাভেজের ৩২ (১৯ ম্যাচে) আর পাঁচে থাকা রিয়াল মাদ্রিদের ৩০।

লিগের ম্যাচে আজ রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ রিয়াল বেটিস। নিজেদের ১৯তম ম্যাচে প্রতিপক্ষের মাঠে আতিথ্য নেবে সান্তিয়াগো সোলারির রিয়াল মাদ্রিদ।

বিজ্ঞাপন

এই ম্যাচে জয় না পেলে বাজে এক ইতিহাসে নাম লেখাবে রিয়াল মাদ্রিদ। বেটিসের বিপক্ষে জিততে না পারলে লিগের অর্ধেক ম্যাচ খেলে তাদের থলিতে থাকবে মাত্র ৩০ পয়েন্ট। একুশ শতকে যা রিয়ালের জন্য বাজে পারফরম্যান্স হিসেবেই দেখা হবে। ২০০৫-০৬ মৌসুমের পর এটাই হবে রিয়ালের সর্বনিম্ন পয়েন্ট অর্জন। সেবার লিগের অর্ধেক মৌসুম (১৯ ম্যাচ) পার করে রিয়াল পেয়েছিল ৩৩ পয়েন্ট। আজ জিততে না পারলে সেই বাজে রেকর্ডকেও টপকে যাবে রিয়াল মাদ্রিদ। এমনকি বেটিসের বিপক্ষে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করলেও।

১৯৯৯-২০০০ মৌসুমে লিগের ২৯ ম্যাচ শেষে ২৯ পয়েন্ট নিয়ে হতাশাজনক একটি মৌসুম শেষ করেছিল মাদ্রিদের দলটি।

সারাবাংলা/এমআরপি

রিয়াল মাদ্রিদ লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর