চ্যাম্পিয়ন রংপুরকে হারিয়ে দিলো রাজশাহী
১৩ জানুয়ারি ২০১৯ ১৭:২৩
।। স্পোর্টস ডেস্ক ।।
বিপিএলের ১৩তম ম্যাচে মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবং রাজশাহী কিংস। ষষ্ঠ আসরের এই ম্যাচে শেষ ওভারের রোমাঞ্চে জয় তুলে নেয় রাজশাহী। বর্তমান চ্যাম্পিয়ন রংপুরকে ৬ রানে হারায় কিংসরা।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুরের দলপতি মাশরাফি বিন মর্তুজা। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মেহেদি হাসান মিরাজের রাজশাহী তোলে ১৩৫ রান। জবাবে, ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৯ রানের মাথায় থেমে যায় রাইডার্সদের ইনিংস।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে রাজশাহীর হয়ে ওপেনিংয়ে নামেন মুমিনুল হক এবং মেহেদি হাসান মিরাজ। নিজের প্রথম বলেই বিদায় নেন মিরাজ। আরেক ওপেনার মুমিনুল ১৬ বলে করেন ১৪ রান। তিন নম্বরে নামা সৌম্য সরকার ১৩ বলে করেন ১৮ রান। পাকিস্তানি সিনিয়র তারকা মোহাম্মদ হাফিজের ব্যাট থেকে আসে ২৬ রান। লউরি ইভান্স ২, রায়ান টেন ডয়েসকাট ১৪ রানে সাজঘরে ফেরেন। উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান ৩৬ বলে দুটি চার আর একটি ছক্কায় করেন অপরাজিত ৪২ রান। ইসুরু উদানা ৫ এবং আরাফাত সানি ১ রানে বিদায় নেন।
রংপুরের দলপতি মাশরাফি ৪ ওভারে ২২ রান খরচায় তুলে নেন দুটি উইকেট। ফরহাদ রেজা ২ ওভারে ১৭ রান দিয়ে নেন দুটি উইকেট। সোহাগ গাজী ৩ ওভারে ২৫ রানে নেন একটি উইকেট। নাহিদুল ইসলাম, নাজমুল অপু, বেনি হাওয়েল কোনো উইকেট পাননি। শফিউল ইসলাম ৪ ওভারে ১৯ রান খরচায় তুলে নেন একটি উইকেট।
১৩৬ রানের টার্গেটে রংপুরের ওপেনিংয়ে নামেন ক্যারিবীয়ান তারকা ক্রিস গেইল এবং রংপুরের দলপতি মাশরাফি। রাইডার্স অধিনায়ক ০ রানে ফিরলেও গেইল দুই চার আর দুই ছক্কায় ১৪ বলে করেন ২৩ রান। তিন নম্বরে নামা মোহাম্মদ মিঠুন ৩১ বলে দুই ছক্কায় করেন ৩০ রান। মাঝে রবি বোপারা ১, বেনি হাওয়েল ৪ রানে সাজঘরে ফেরেন। নাহিদুল ইসলাম ১২ বলে করেন ১৬ রান।
শেষ ওভারে রংপুরের দরকার হয় ৯ রান। বোলিংয়ে আসেন মোস্তাফিজ। প্রথম বলে রিলে রুশো সিঙ্গেল রান নেন। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে ফরহাদ রেজা রান নিতে পারেননি। পঞ্চম বলে লেগ বাইয়ে এক রান আসে। শেষ বলে দরকার হয় ৭ রান। রিলে রুশো এক রান নিতে পারেন। তাতে রংপুরের ইনিংস থামে ১২৯ রানের মাথায়। রুশো ৪৬ বলে তিনটি বাউন্ডারিতে ৪৪ রান করে অপরাজিত থাকেন।
রাজশাহীর দলপতি মিরাজ ৪ ওভারে ২৫ রান খরচ করে উইকেট পাননি। মোহাম্মদ হাফিজ ৪ ওভারে ২২ রানের বিনিময়ে তুলে নেন দুটি উইকেট। কামরুল ইসলাম রাব্বি ২ ওভারে ২২ রান দিয়ে নেন ২টি উইকেট। মোস্তাফিজ ৪ ওভারে ১৭ রানের বিনিময়ে কোনো উইকেট পাননি। আরাফাত সানি ২ ওভারে ১২ রান দিয়ে কোনো উইকেট পাননি। ইসুরু উদানা ৪ ওভারে ২২ রান দিয়ে নেন একটি উইকেট।
বিপিএল ষষ্ঠ আসরের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে র্যাবিটহোলবিডি। এছাড়া ইউটিউবে র্যাবিটহোলবিডি এন্টারটেইনমেন্ট চ্যানেল, র্যাবিটহোল অ্যাপ এবং ওয়েবসাইট র্যাবিটহোল প্রাইমে ইংরেজিতে ধারাভাষ্য শোনা গেলেও র্যাবিটহোলবিডি স্পোর্টস চ্যানেলে চলছে বাংলা ভাষায় ধারাভাষ্য।
সারাবাংলা/এমআরপি