Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘুরে দাঁড়াবে মাশরাফির রংপুর


১৩ জানুয়ারি ২০১৯ ২১:০১

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিপিএলের গেল আসরের শুরুতেও থরো থরো ছিল ডিফেন্ডিং রংপুর রাইডার্স। প্রথম ছয় ম্যাচের তিন হারে শেষ চারের আশা ক্ষীণ করে তুলেছিল মাশরাফি বাহিনী। এরপর হঠাৎই প্রবল বিক্রমে ঘুড়ে দাঁড়িয়ে শেষ চার তো বটেই প্রথমবারের মতো শিরোপা ঘরে তুললো মুডি শিষ্যরা। এবারও দলটির অবস্থা অনুরূপ। প্রথম ৫ ম্যাচের তিনটিতেই হেরে বসেছে। শেষ চারে খেলতে লিগপর্বে জিততে হবে নূন্যতম ৬টি ম্যাচ। হাতে আছে আরও ৭টি ম্যাচ।

দুর্গম সেই লড়াইযে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করলেন রংপুর দলপতি মাশরাফি। তবে কাজটি সহজ হবে বলে তার মনে হচ্ছে না, ‘শেষ বছর আমরা ৬ ম্যাচের ৩টিতে জিতেছি। যেটা বললাম কঠিন তো অবশ্যই। শেষ বছরও আমাদের এভাবেই খেলতে হয়েছে পুরো টুর্নামেন্টে। এখন আমাদের মানসিকভাবে খুব শক্তিশালী হতে হবে। যেকোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার শক্তি থাকতে হবে। পাশাপাশি শারীরিকভাবে ফিট থাকতে হবে। সমন্বয় থাকতে হবে। শর্টকাট কোনো উপায় নেই। আমাদেরকে শতভাগ ক্রিকেট খেলতে হবে।’

তিন হারে দল মাটিতে গড়াগড়ি খেলেও বল হাতে মাশরাফি আছেন দারুণ ফর্মে। ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে শিকারিদের তালিকায় আছেন শীর্ষে। ক্যারিয়ারে পড়ন্ত বেলায় এমন আগুন ঝড়ানো বোলিংয়ের রহস্য কী?

সংবাদ মাধ্যমের করা এমন প্রশ্নের জবাবে রংপুর দলপতি জানালেন, ‘আমার কাছে মনে হয় ঠিক লেন্থে বোলিং করা যেকোনো উইকেটে গুরুত্বপূর্ণ। মিরপুরের উইকেটে হয় কি…যদি আপনার বোলিং ভালো লেন্থে বেশি হয় সেক্ষেত্রে আপনার সুযোগ বেশি থাকে। হয়তোবা চিটাগং কিংবা সিলেটে আপনাকে ওই বোলিং করতে হবে। কিন্তু মিরপুরের উইকেটে আপনার সফলতার হার বেশি থাকবে যদি আপনার ৮০ শতাংশ বল রাইট লেন্থে করে থাকেন।’

সারাবাংলা/এমআরএফ/এমআরপি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর