Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসি-আর্জেন্টিনাকে নিয়ে উদ্বিগ্ন নয় ক্রোয়েশিয়া


১৫ জানুয়ারি ২০১৮ ১৪:৩৮

সারাবাংলা ডেস্ক

রাশিয়া বিশ্বকাপে একই গ্রুপে থাকায় মুখোমুখি লড়বে বার্সেলোনায় দুই সতীর্থ লিওনেল মেসি ও ইভান রেকিটিচ। বিশ্বসেরা ফুটবলার আর্জেন্টিনার অধিনায়ক মেসিকে নিয়ে উদ্বিগ্ন থাকবে না ক্রোয়েশিয়া-এমনটি জানিয়েছেন রেকিটিচ।

আগামী ২১ জুন গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া। ‘ডি’ গ্রুপের বাকি দল আইসল্যান্ড ও নাইজেরিয়া।

ক্রোয়েশিয়ান মিডফিল্ডার রেকিটিচ ছাড়াও দুর্দান্ত একটি একাদশে থাকবেন রিয়াল মাদ্রিদের লুকা মদ্রিচ ও ইন্টার মিলানের ইভান পেরিসিচ।

বিশ্বকাপের এবারের আসরে ফেভারিট না হলেও দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে শঙ্কিত নন রেকিটিচ। স্প্যানিশ ক্রীড়া বিষয়ক দৈনিক মার্কার সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানান, ‘আমরা আর্জেন্টিনাকে নিয়ে আলাদা করে কিছু ভাবছি না। এমনকি মেসিকে নিয়েও আলাদা করে ভাবতে চাচ্ছি না। বরং আমি মজা করে মেসিকে বলবো ক্রোয়েশিয়াকে নিয়ে সতর্ক থেকো।’

রেকিটিচ আরও যোগ করেন, ‘এটা বিশ্বকাপ। এখানে আপনি সেরাদের বিপক্ষে খেলতে চাইবেন। আর সেটা যদি সর্বকালের সেরা দলটির বিপক্ষে হয় তাহলে আরও ভালো। এসবের জন্যই তো একটি বিশ্বকাপ হয়।’

বিশ্বকাপে নিজেদের সম্ভাবনা নিয়ে ক্রোয়েশিয়ান তারকা রেকিটিচ আরও যোগ করেন, ‘সত্যি বলতে কি আমার চাওয়া অনেক। আমি মনে করি, সবচেয়ে কঠিন গ্রুপে আছি আমরা। গ্রুপ পর্ব পেরুতে পারলে আমার বিশ্বাস, যেকোনো কিছু হওয়া সম্ভব।’

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর