Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসির মাইলফলকের দিনে বার্সার বড় জয়


১৪ জানুয়ারি ২০১৯ ১১:৫৫ | আপডেট: ১৪ জানুয়ারি ২০১৯ ১২:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

লা লিগায় অনন্য মাইলফলক ছুঁলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। রোববার (১৩ জানুয়ারি) স্প্যানিশ এই লিগে সবার আগে নিজের ৪০০তম গোলের দেখা পেলেন এই আর্জেন্টাইন। তার মাইলফলকের দিনে ঘরের মাঠে এইবারের বিপক্ষে এই ম্যাচে ৩-০ গোলের জয় তুলে নিয়েছে কাতালানরা।

ম্যাচের প্রথমার্ধের ১৯ মিনিটে বার্সার হয়ে প্রথম গোলের দেখা পান লুইস সুয়ারেজ। এই গোলেই ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।

বিরতির পর ম্যাচের ৫৩ মিনিটে এইবারের জালে বল জড়ান মেসি। সুয়ারেজের কাছ থেকে পাস পেয়ে এই গোল করেন মেসি। তাতেই আরেকটি ইতিহাসে নাম লেখা হয়ে এই আর্জেন্টাইনের।

এরপর ম্যাচের ৫৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন সুয়ারেজ। বাকি সময়ে আর গোল না হওয়ায় ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্নেস্তো ভালভারদের দল।

বিজ্ঞাপন

লা লিগায় সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসির পরেই আছে রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। লা লিগায় এই পর্তুগিজের গোল সংখ্যা ৩১১। এরপরেই এই তালিকার তিনে আছে অ্যাথলেটিকো বিলবাও কিংবদন্তি তেলমো জারার নাম। লা লিগায় ২৫১ গোল করেন এই কিংবদন্তি।

এ নিয়ে ১৯ ম্যাচে ১৩ জয় ও ৪ ড্র’য়ে ৪৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা।

সারাবাংলা/এসএন

মাইলফলক লা লিগা লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর