Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলের জন্য পুরোপুরি প্রস্তুত সিলেট


১৪ জানুয়ারি ২০১৯ ১৫:৫৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

রাজশাহী কিংস ও চিটাগং ভাইকিংসের অবিশ্বাস্য জয়ের মধ্য দিয়ে রোববার (১৩ জানুয়ারি) শেষ হয়েছে বিপিএলে ঢাকার প্রথম পর্বের লড়াই। এবার অপেক্ষা সিলেট পর্বের। যদিও তা সুদীর্র্ঘ নয়। মাত্র একটি রাতের। রাত পোহালেই (১৫ জানুয়ারি) খুলনা টাইটান্স ও রাজশাহী কিংসের মধ্যকার লড়াই দিয়ে চার-ছক্কার ফুলঝুড়ি ছোটানো এই টুর্নামেন্ট উপভোগ করবে চা এর শহর সিলেটের ভক্তকূল। দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে আতিথ্য দেবে স্বাগতিক সিলেট সিক্সার্স।

বিজ্ঞাপন

এই লক্ষ্যে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পুরোপুরি প্রস্তুত বলে জানালেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি শফিউল আলম চৌধুরী নাদেল। তার দেয়া তথ্যমতে প্রস্তুতিটা নেয়া হয়েছে দুইভাবে। মাঠের প্রস্তুতি ও নিরাপত্তা প্রস্তুতি।

মাঠের প্রস্তুতি দারুণ হয়েছে বলে জানালেন এই বিভাগীয় ক্রীড়া সংগঠক। কারণ হিসেবে উল্লেখ করলেন গেল মাসেই এখানে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। একই ভেন্যুতে অক্টোবরে জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট ম্যাচ খেলেছে স্বাগতিক বাংলাদেশ। কাজেই প্রস্তুতির শতকরা হার একশোতে দেড়শো।

নিরাপত্তায়র প্রস্তুতিটাও মন্দ হয়নি। মাঠ ও মাঠের বাইরে তিন স্তরের নিরাপত্তার চাদরে মুড়ে দেয়া হয়েছে পুরো স্টেডিয়াম চত্ত্বর। সোমবার (১৪ জানুয়ারি)সারাবাংলার সঙ্গে একান্তে আলাপকালে তিনি এতথ্য দেন।

নাদেল জানান, ‘একশোর মধ্যে দেড়শো ভাগ প্রস্তুতি আমরা নিয়েছি। কারণ যেহেতু কিছুদিন আগে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি হলো, এই কারণে সব ধরণের প্রস্তুতি আছে এবং মাঠও প্রস্তুত। এখন শুধু ম্যাচ শুরুর অপেক্ষা। নিরাপত্তা থাকবে তিন স্তরের। মাঠের বাইরে, গেইটের বাইরে এবং মাঠেরর ভেতরেও নিরাপত্তা ব্যবস্থা থাকবে।’

বিজ্ঞাপন

১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া সিলেট পর্বের শেষ হবে ১৯ জানুয়ারি। ২০ জানুয়ারি অংশগ্রহণকারী দলগুলো ঢাকা ফিরবে। ২১ জানুয়ারি থেকে মিরপুরে শুরু হবে ঢাকার দ্বিতীয় পর্ব।

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

বিপিএল ২০১৯

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর