Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ হাজার রানের অপেক্ষা ফুরাল তুষারের


১৫ জানুয়ারি ২০১৮ ১৬:৫০

স্টাফ করেস্পন্ডেন্ট

দূরত্বটা ছিল ৩৫ রানের। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের হয়ে ১০ হাজার রানের রেকর্ডটা ছিল ঢিল ছোঁয়া দূরত্বে। সেটি আজ স্পর্শ করে ফেললেন তুষার ইমরান, প্রথম বাংলাদেশী হিসেবে সেই চূড়ায় উঠলেন।

বিকেএসপিতে আজ ম্যাচের শুরুটাই ভেজা আউটফিল্ডের জন্য পিছিয়ে গেছে অনেকটা। দুপুরে যখন খেলা শুরু হলো, শুরুতেই ওয়ালটন সেন্ট্রাল জোনের জোড়া আঘাত। মেহেদী হাসান ফিরলেন ১ রান করে। ওয়ান ডাউনে নেমে সৌম্য সরকারও সুযোগটা কাজে লাগাতে পারলেন না, মাত্র ১০ রান করেই ক্যাচ দিলেন উইকেটের পেছনে। চারে নেমে তুষার শুরুতে একটু দেখেশুনে খেলছিলেন।

কিন্তু থিতু হওয়ার পর মোশাররফ হোসেন রুবেলের পর পর দুই বলে হয়ে গেল ৩৫ রান। ২৬০ ইনিংসে প্রায় ৪২ গড়ে এই রান করলেন তুষার। তবে প্রথম শ্রেণিতে বাংলাদেশের হয়ে ৯ হাজার রানও কারও নেই। ৮৪৪০ রান নিয়ে দুইয়ে আছেন অলক কাপালি।

সারাবাংলা/এএম


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর