Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরের উইকেটে নিয়ে শাহজাদের বিষোদগার


১৬ জানুয়ারি ২০১৯ ১৮:৪১

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিপিএলের ষষ্ঠ আসরের ঢাকার প্রথম পর্বের লড়াইয়ে মিরপুর ততটা ব্যাটিংবান্ধব উইকেট উপহার দিতে পারেনি যতটা দেয়া উচিত ছিল। ঢাকা ডয়মাইটসের চারটি, রংপুর রাইডার্সের একটি এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং ভাইকিংসের ম্যাচটি বাদ দিলে আর কোনো ম্যাচেই ১৮০ রানের তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা কোনো দলই উপহার উপহার দিতে পারেনি।

এতে করে চার-ছক্কার লড়াইয়ের উত্তাপ থেকে বঞ্চিত হয়েছেন অগনিত দর্শকরা। আনইভেন বাউন্স, হঠাত করেই বল নিচু ও উঁচু হয়ে আসা ও মন্থর বলের ছড়াছড়িতে ব্যাটসম্যানদের ছাপিয়ে দাপট দেখিয়েছেন বোলাররাই। উইকেটের এমন বিমাতাসুলভ আচরণে বেশ চটেছেন চিটাগং ভাইকিংসের আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদ। তার কথায় এটা স্পষ্ট হোম অব ক্রিকেটের উইকেটের প্রতি ভীষণ রুষ্ঠ তিনি।

বুধবার (১৬ জানুয়ারি) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে দলের অনুশীলনের ফাঁকে সংবাদ মাধ্যমের সামনে তিনি একথা বলেন। শাহজাদ জানান, ‘অবশ্যই মিরপুরের উইকেটের এমন আচরণ অপ্রত্যাশিত। এখানে অসংখ্য আনইভেন বাউন্স দেখা গেছে। বল কখনো মন্থর, আবার কখরো বা বল কখনো উঁচু কিংবা নিচু হয়ে এসেছে।’

তবে যেহেতু শাহজাদ পেশাদার ক্রিকেটার সেহেতু উইকেটের এমন আচরণকেই নিয়তি হিসেবে মেনে নিয়েছেন। আগামী ম্যাচগুলোতে এখানেই খাপ খাওয়ানোর আন্তরিক প্রচেষ্টা তার মধ্যে লক্ষ্য করা গেল, ‘আমরা উইকেটের সঙ্গে মানিয়ে নিতে আপ্রাণ চেষ্টা করছি। যদিও শেষ তিনটি ম্যাচে এখানেই আমরা ভালো করেছি।’

সেই প্রমাণ তো মাঠেই দিয়েছে শাহজাদ ও তার দল। ব্যাটসম্যানদে বদ্ধভূমিতেও তার এবং সতীর্থদের ব্যাট হেসেছে। ঢাকার শেষ ম্যাচে মুশফিকুর রহিম ৪১ বলে খেলেছেন ৭৫ রানের এক বিস্ফোরক ইনিংস। কম যাননি শাহজাদও। ২৭ বলে তার করা ৪৬ রানেই সেদিন কুমিল্লার দেয়া ১৮৫ রানের লক্ষ্যই ছুঁয়ে ফেলেছিল চট্টলার দলটি। একই পারফরম্যান্স সিলেটেও বয়ে নিয়ে যেতে চান ভাইকিংসদের এই ভয়ংকর ব্যাটসম্যান, ‘হ্যাঁ, অবশ্যই আমরা চেষ্টা করবো সিলেটে একই পারফরম্যান্স করতে। তবে এটাও ঠিক ক্রিকেটে প্রতিদিনই পারফর্ম করা সম্ভব না।’

বিজ্ঞাপন

শনিবার (১৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের পঞ্চম ম্যাচে খুলনা টাইটান্সের মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস।

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

চিটাগং ভাইকিংস বিপিএল ২০১৯ শাহজাদ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর