‘ভালভারদে, আলবা বার্সেলোনাতেই থাকবে’
১৭ জানুয়ারি ২০১৯ ১২:২৩
।। স্পোর্টস ডেস্ক ।।
গত মাসে এক সাক্ষাৎকারে বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভারদে বলেছিলেন, ক্যাম্প ন্যু’তে আগামী মৌসুমে থাকবেন কিনা, তা নিয়ে নিশ্চিত নন তিনি। এরপর থেকে নানা গুঞ্জন শুরু হয় স্প্যানিশ গণমাধ্যমে। তবে এবার কাতালান ক্লাবটির সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ জানিয়েছেন, আগামী মৌসুমে ভালভেরদেই বার্সেলোনার কোচ হিসেবে থাকবেন।
২০১৭ সালে লুইস এনরিকের বিদায়ের পর ক্লাব বার্সেলোনার সঙ্গে দুই বছরের চুক্তি হয় ভালভারদের। এরপর কাতালানদের সঙ্গে প্রথম মৌসুমেই স্প্যানিশ লা লিগা ও কোপা দেল রে শিরোপা জেতেন স্প্যানিশ এই কোচ।
বার্সার সঙ্গে ভালভারদের চুক্তির সময় এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছিল। তাই এবার সব গুঞ্জন উড়িয়ে দিয়ে ক্লাব সভাপতি বার্তোমেউ জানিয়েছেন, ‘আমরা অবশ্যই নির্ধারিত সময়ে তার সঙ্গে এ নিয়ে কথা বলবো। কোচ হিসেবে তাকে নিয়ে আমাদের যথেষ্ট আত্মবিশ্বাস আছে। তিনি অসাধারণ কাজ করছেন। তিনি বুদ্ধিমান একজন, বার্সেলোনার খেলার ধরণটাও তার জানা। তার দল পরিচালনা করার পদ্ধতিও আমাদের ভালো লাগে।’
স্প্যানিশ ফুল ব্যাক জর্ডি আলবার চুক্তি নিয়েও কথা বলেছেন বার্সা সভাপতি। ২৯ বছর বয়সি এই স্প্যানিশ ফুটবলারের সঙ্গে লম্বা সময়ের জন্য চুক্তি করার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন তিনি। বার্তোমেউ বলেন, ‘অবশ্যই সে এখানে খেলবে। আমরা তার সঙ্গে লম্বা সময়ের জন্য চুক্তি করার পরিকল্পনা করেছি। সেটা হতে পারে আগামী পাঁচ বছরের জন্য।’
সারাবাংলা/এসএন