Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিছিয়ে থেকে নামবে বার্সা, শক্তিশালী স্কোয়াড ঘোষণা


১৭ জানুয়ারি ২০১৯ ১৫:০৩

।। স্পোর্টস ডেস্ক ।।

লেভান্তের বিপক্ষে কোপা দেল রের শেষ ষোলোর প্রথম লেগে হেরেছিল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ৬৩ শতাংশ বল নিজেদের দখলে রাখলেও প্রথম লেগে হারের গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল লা লিগার চ্যাম্পিয়নদের। কোপা দেল রের শেষ ষোলোর ফিরতি লেগে আজ রাতে আবারো মাঠে নামছে দুই দল।

আগের লেগে বার্সার কোচ খেলাননি লিওনেল মেসি ও লুইস সুয়ারেজকে। আক্রমণভাগের এই দুই তারকাকে ছাড়া বার্সা ২-১ গোলে হেরেছিল ম্যাচটি। চলতি মৌসুম শেষে কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়া স্প্যানিশ স্ট্রাইকার মুনির এল হাদ্দাদিকেও দলে রাখেননি বার্সা কোচ আরনেস্টো ভালভারদে। মেসি-সুয়ারেজরা ফিরলেও দ্বিতীয় লেগের ম্যাচে নেই মুনির। স্কোয়াডে রাখা হয়নি এইবারের বিপক্ষে খেলতে নেমে চোটে পড়া ম্যালকম আর্থারকে।

স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতায় টানা চারবারের চ্যাম্পিয়ন বার্সা। কোয়ার্টার ফাইনালে উঠতে আজকের ম্যাচে জিততেই হবে কাতালানদের। নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে লেভান্তেকে আতিথ্য দেবে বার্সা।

প্রথম লেগে ম্যাচের চতুর্থ মিনিটেই পিছিয়ে পড়ে কাতালানরা। স্বাগতিক লেভান্তেকে লিড পাইয়ে দেওয়া গোলটি করেন ক্যাবায়ো। ১৮ মিনিটের মাথায় আরও পিছিয়ে পড়ে আতিথ্য নেওয়া বার্সা। লেভান্তের হয়ে দ্বিতীয় গোলটি করেন বোরজা মায়োরাল। ৮৫ মিনিটের মাথায় ব্যবধান কমানোর সুযোগ পায় বার্সা। পেনাল্টির সুযোগ থেকে গোলটি করেন কুতিনহো (২-১)।

বাকি সময়ে আর কোনো দল গোল না পেলে লেভান্তে নিজেদের মাঠে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

দ্বিতীয় লেগে বার্সার স্কোয়াড:
মার্ক টার স্টেগেন, জ্যাসপার সিলেসেন, নেলসন সেমেদো, সার্জি রবার্তো, জেরার্ড পিকে, ক্লেমেন্ত লেঙ্গলেত, জেইসন মুরিলো, জরদি আলবা, সার্জিও বুসকেটস, ইভান রেকেটিচ, ফিলিপ কুতিনহো, আর্থার মেলো, আরতুরো ভিদাল, ডেনিস সুয়ারেজ, কার্লেস অ্যালেনা, লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, ওসমান দেম্বেলে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর