টস জিতে ব্যাটিংয়ে সিলেট
১৮ জানুয়ারি ২০১৯ ১৩:৩৬
।। স্পোর্টস ডেস্ক ।।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ১৯তম ম্যাচে আর কিছুক্ষণ পরই মুখোমুখি হচ্ছে ডাকা ডায়নামাইটস ও সিলেট সিক্সার্স। শুক্রবার (১৮ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
নিজেদের প্রথম পাঁচ ম্যাচের চারটিতে জয় তুলে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে সাকিবের ঢাকা ডায়নামাইটস। তবে নিজেদের প্রথম পাঁচ ম্যাচে মাত্র দু’টিতে জিতে টেবিলের ছয়ে আছে সিলেট।
বিপিএল ষষ্ঠ আসরের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে র্যাবিটহোলবিডি।
এছাড়া ইউটিউবে র্যাবিটহোলবিডি এন্টারটেইনমেন্ট চ্যানেল র্যাবিটহোল অ্যাপ এবং ওয়েবসাইট র্যাবিটহোল প্রাইমে ইংরেজিতে ধারাভাষ্য শোনা গেলেও র্যাবিটহোলবিডি স্পোর্টস চ্যানেলে চলছে বাংলা ভাষায় ধারাভাষ্য।
অপরদিকে, দেশের সব এলাকা থেকেই এই চারটি প্ল্যাটফর্মে বিপিএলের ম্যাচগুলো লাইভ দেখা যাচ্ছে। এছাড়া প্রবাসী দর্শকদের জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা। নির্ধারিত কিছু দেশ থেকে প্রবাসী দর্শকেরা ম্যাচগুলো উপভোগ করতে পারেন ইউটিউবের এক বিশেষ লাইভ লিংকে! শুধু ম্যাচই নয়, এর বাইরে ক্রিকেট ভক্তদের দেশের নানা প্রান্তের আঞ্চলিক ভাষায় জমজমাট আড্ডার আয়োজন ‘ক্রিকেট তক্ক’ দেখা যাবে জিটিভি ও ইউটিউবে র্যাবিটহোলবিডির আরেকটি চ্যানেল ‘র্যাবিটহোল টিভি শো’ (লিংক– https://goo.gl/gqk8UV)
এছাড়াও র্যাবিটহোলবিডি স্পোর্টস চ্যানেলে পাওয়া যাচ্ছে প্রতিদিনের খেলা শেষে প্রতিটি ম্যাচের তাৎক্ষণিক আপডেট, ফুল হাইলাইটস, ব্যাটিং ও বোলিং রেকর্ড, ম্যাচজয়ী ইনিংস, ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশন সহ সবধরনের এক্সক্লুসিভ কন্টেন্ট।
এক নজরে দেখে আসা যাক বিপিএলের ম্যাচগুলো লাইভ দেখা যাচ্ছে কোন কোন লিংকে:
বিপিএলের সবগুলো ম্যাচ ও হাইলাইটস দেখতে চোখ রাখুন Rabbithole Sports চ্যানেলে –
https://goo.gl/3CtJFc
বাংলাদেশের যে কোন জায়গা থেকে মূল ধারাভাষ্যে শুনতে ক্লিক করুন:
https://goo.gl/a7HMYi
বাংলায় শুনতে ক্লিক করুন:
https://goo.gl/1JYxLn
বাংলাদেশের বাইরে নির্দিষ্ট জায়গা থেকে প্রবাসী বাঙ্গালীরা দেখতে ক্লিক করুন:
http://y2u.be/xi3uJ1CDYWk (Outside Bangladesh)
সারাবাংলা/এসএন