Sunday 11 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজেএমসিকে হতাশ করে হ্যান্ডবলে চ্যাম্পিয়ন আনসার


১৮ জানুয়ারি ২০১৯ ২০:০০

।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।
ঢাকাঃ গত পাঁচ বছর ধরে নারী হ্যান্ডবল প্রতিযোগিতার শিরোপা বিজেএমসির ঘরে। সেই রাজত্বের পতন ঘটিয়ে জাতীয় নারী হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের শিরোপা পুনরুদ্ধার করেছে বাংলাদেশ আনসার। সবশেষ ২০১৩ সালে চ্যাম্পিয়ন হয়েছিল আনসার।

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং এক্সিম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় গত ১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া এক্সিম ব্যাংক ২৯তম জাতীয় মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতার পর্দা নামলো আজ শুক্রবার (১৮ জানুয়ারি)। বিকাল ৪.০০ টায় শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে স্থান নির্ধারণীসহ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিকালে ফাইনাল খেলায় বাংলাদেশ আনসার ২৯-২৮ গোলে বিজেএমসি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বিজেএমসি রানার্সআপ হয়। বিজয়ী দল প্রথমার্ধে ১৪-১৩ গোলে এগিয়ে ছিল। বিজয়ী দলের পক্ষে ইসমত আরা নিশি ১১টি ও আলপনা ৪ টি গোল করে এবং বিজিত দলের পক্ষে রুপা ৬ টি গোল করে।

প্রতিযোগিতায় বাংলাদেশ আনসার দলের ১০ নং জার্সিধারী ইসমত আরা নিশি ম্যাচ এবং র্টুনামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে।

সকালে দুটি সেমি ফাইনাল ম্যাচ হয়েছে। বিজেএমসি দল ৩১-১৫ গোলে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৭-০৭ গোলে এগিয়ে ছিলো। বাংলাদেশ আনসার দল ৩১-০৯ গোলে জামালপুর জলো ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৯-০৬ গোলে এগিয়ে ছিলো।

দুপুরে স্থান নির্ধারণী ম্যাচটি হয়েছে। এই ম্যাচে জামালপুর জেলা ক্রীড়া সংস্থা ৩০-২৯ গোলে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবকে পরাজিত করে ৩য় স্থান অর্জন করে। নির্ধারিত সময়ে উভয় দল ২৪-২৪ গোলে সমতায় থাকে। অতিরিক্ত ১০ মিনিটে প্রথম ৫ মিনিট শেষে উভয় দল ০-০ গোলে সমতায় থাকার পর পরের অর্ধে শেষে ২-২ সমতায় থাকায় খেলা টাইব্রেকারে পৌছে যেখানে জামালপুর জেলা ক্রীড়া সংস্থা ৪-৩ গোলে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে মিষ্টি ১৬টি ও সাবিনা ০৭টি গোল করেন এবং বিজিত দলের পক্ষে সাইদা ১৭টি গোল করেন। জামালপুর জেলা ক্রীড়া সংস্থার মিষ্টি ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক এর সম্মানিত মহাসচিব সৈয়দ শাহেদ রেজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংক এর পরিচালক লেঃ কর্নেল (অব:) সেরাজুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব এ.কে.এম নুরুল ফজল বুলবুল। অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি ও সাংগঠনিক কমিটির চেয়ারম্যান মো: নুরুল ইসলাম, সাংগঠনিক কমিটির সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন আহাম্মেদ সহ সংশ্লিষ্টরা।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর