Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলিনদ্রেস-মার্কোস ঝলকে বিপিএলে কিংসের অভিষেক জয়


১৮ জানুয়ারি ২০১৯ ২০:৪৬

।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।
ঢাকাঃ ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ মর্যাদার আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয় দিয়ে মিশন শুরু করেছে তারকাবহুল বসুন্ধরা কিংস। বিশ্বকাপার ড্যানিয়েল কলিনদ্রেস ও ব্রাজিলিয়ান মার্কোস ভিনিসিয়াসের ঝলকে শেখ জামালকে হারিয়েছে নবাগত দলটি।

শুক্রবার (১৮ জানুয়ারি) দিনের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে শেখ জামালকে ১-০ গোল ব্যবধানে হারিয়েছে বসুন্ধরা কিংস।

এর আগে ফেডারেশন কাপেও দুই দল মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। আজ হোম ম্যাচে ধানমন্ডির জায়ান্টরা হেরে গিয়েছে কিংসের কাছে।

কিংসের বিপিএল অভিষেকটা হয়ে আনুষ্ঠানিকভাবে। স্বাধীনতা কাপ চ্যাম্পিয়নরা চোখ রেখেছে সর্বোচ্চ মর্যাদার লিগে। লড়াইটা ছিল দুই বিদেশি কোচ অস্কার ব্রুজন ও আফুসিরও। সেই দৌড়ে এগিয়ে গেল ব্রুজনরা। জয় নিয়ে অ্যাওয়ে ম্যাচে মাঠ ছেড়েছে কিংস।

ম্যাচের শুরু থেকেই ধাওয়া-পাল্টা-ধাওয়া আক্রমণে যায় দু’দলই। প্রথমার্ধে গোলশূন্য ড্রই বলে দেয় কতটা রোমাঞ্চ ছড়িয়েছে ম্যাচ। দ্বিতীয়ার্ধেও আক্রমণপালা অব্যাহত রেখেছে দু’দলই।

৬৯ মিনিটে ডেডলক ভেঙেছে কিংস। কোস্টারিকান ড্যানিয়েল কলিনদ্রেস আর ব্রাজিলিয়ান জুটিতে লিড নেয় ব্রুজনের শিষ্যরা। ডি বক্সের সামনে থেকে একেবারে ফাঁকা জায়গায় ওঁত পেতে থাকা মার্কোসকে বল এগিয়ে দিলে জালে জড়াতে এতটুকু ভুল করেন নি এই ব্রাজিলিয়ান।

এই এক গোলই জয়ের বন্দরে পৌঁছায় কিংসরা। এর মধ্যে ব্যবধান কমাতে পারতো শেখ জামালও। সুবর্ণ সুযোগ নষ্ট করেছে কিংসও। একা গোলরক্ষককে পেয়েও ব্যবধান বাড়াতে পারেননি কলিনদ্রেস ও মার্কোস।

তাতে ম্যাচের ফলে অবশ্য কোনও প্রভাব পড়েনি। ১-০ ব্যবধানে জয় নিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। ফিরতি ম্যাচে শেখ জামাল খেলবে নীলফামারী স্টেডিয়ামে। সেখানে হোম ম্যাচ খেলবে কিংসরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর