Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংল্যান্ড সিরিজের টাইগার যুবা স্কোয়াড ঘোষণা


১৯ জানুয়ারি ২০১৯ ১৩:২০

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

সফরকারী ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। সিরিজে স্বাগতিক দলকে নেতৃত্ব দেবেন আকবর আলী। আর তার সহকারি হিসেবে থাকবেন শামিম হোসেন।

বাংলাদেশ স্কোয়াড: আকবর আলী (অধিনায়ক), শামিম হোসেন (সহ অধিনায়ক), মোহাম্মদ প্রান্তিক নওরোজ, তানজিদ হাসান, মোহাম্মদ পারভেজ হোসেন, মাহমুদুল হাসান, আমিত হাসান, শাহাদাত হোসেন, রকিবুল হাসান, আশরাফুল ইসলাম সিয়াম,মোহাম্মদ রিশাদ হোসেন, রুহেল আহমেদ, মোহাম্মদ শাহিন আলম, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী ও তানজিম হাসান সাকিব।

স্ট্যান্ডবাই: সাজিদ হোসেন সিয়াম, মিনহাজুর রহমান মোহান্না, মুজাক্কির হোসেন, আসাদুল্লাহ হিল গালিব ও ফজলে রাব্বি।

লাল সবুজের যুবাদের সঙ্গে ১টি টি-টোয়েন্টি, ৩টি ওয়ানডে ও ২টি চারদিনেরর ম্যাচ খেলতে ২০ জানুয়ারি বাংলাদেশ সফরে আসছে ইংলিশ যুবারা। সিরিজটিকে সামনে রেখে ৪ জানুয়ারি থেকে অনুশীলন ক্যাম্প শুরু করেছে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের ভেন্যু হিসেবে থাকছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

২৭ জানুয়ারি সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে ২৯, ৩১ জানুয়ারি এবং ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে। এরপর ৭-১০ ফেব্রুয়ারি এবং ১৫-১৮ ফেব্রুয়ারি দুটি চার দিনের ম্যাচ গড়াবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর