Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পয়েন্ট টেবিলে কে কোথায়


২০ জানুয়ারি ২০১৯ ১৪:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

৪৬ ম্যাচের ষষ্ঠ বিপিএল আসরের ২২টি ম্যাচ শেষ। শেষ হয়েছে সিলেট পর্ব। বিপিএল আবারো ফিরছে হোম অব গ্রাউন্ড-মিরপুরে। আগামীকাল থেকে শুরু হবে বিপিএলে ঢাকার দ্বিতীয় পর্ব। তার আগে পয়েন্ট টেবিলের সবশেষ অবস্থা দেখে নেওয়া যাক।

পয়েন্ট টেবিলে সবার উপরে গতবারের রানার্সআপ সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। আর সবার শেষে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। সর্বোচ্চ ৭টি করে ম্যাচ খেলেছে মাহমুদউল্লাহর খুলনা, গতবারের চ্যাম্পিয়ন মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স এবং ডেভিড ওয়ার্নারের সিলেট সিক্সার্স। সিলেট পর্ব শেষে ইনজুরির কারণে নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফিরতে হয়েছে ওয়ার্নারকে।

বিজ্ঞাপন

এবারের আসরে নিজেদের প্রথম চার ম্যাচেই জিতেছিল সাকিবের তারকাসমৃদ্ধ ঢাকা। তবে, নিজেদের পঞ্চম ম্যাচে গিয়ে মেহেদি হাসান মিরাজের রাজশাহী কিংসের বিপক্ষে হারতে হয়েছিল। পরে নিজেদের ষষ্ঠ ম্যাচে স্বাগতিক সিলেটকে হারিয়ে রাজধানীতে ফিরেছে সাকিবের দলটি। এদিকে, দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে মুশফিকুর রহিমের চিটাগং ভাইকিংস। এই আসরের সর্বোচ্চ দলীয় সংগ্রহটাও তাদের দখলে (২১৪/৪)। সবচেয়ে কম ম্যাচ খেলেছে ভাইকিংসরা, ৫টি ম্যাচের চারটিতেই জিতেছে মুশফিকের দল।

পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায়:
১। ঢাকা ডায়নামাইটস- ৬ ম্যাচ ৫ জয় ১ পরাজয়- ১০ পয়েন্ট +১.৯৪২ নেট রানরেট
২। চিটাগং ভাইকিংস- ৫ ম্যাচ ৪ জয় ১ পরাজয়-৮ পয়েন্ট +০.৩৫৬ নেট রানরেট
৩। কুমিল্লা ভিক্টোরিয়ান্স- ৬ ম্যাচ ৪ জয় ২ পরাজয়-৮ পয়েন্ট +০.২২৬ নেট রানরেট
৪। রংপুর রাইডার্স- ৭ ম্যাচ ৩ জয় ৪ পরাজয়- ৬ পয়েন্ট +০.২৪৬ নেট রানরেট
৫। রাজশাহী কিংস- ৬ ম্যাচ ৩ জয় ৩ পরাজয়- ৬ পয়েন্ট -০.৭৫০ নেট রানরেট
৬। সিলেট সিক্সার্স- ৭ ম্যাচ ২ জয় ৫ পরাজয়- ৪ পয়েন্ট -০.৮০৯ নেট রানরেট
৭। খুলনা টাইটান্স- ১ জয় ৬ পরাজয়- ২ পয়েন্ট -০.৯৪৫ নেট রানরেট

সারাবাংলা/এমআরপি

বিপিএল ২০১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর