Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৭ সেঞ্চুরিতে কোহলিকে টপকে গেছেন আমলা


২০ জানুয়ারি ২০১৯ ১৬:৫২

।। স্পোর্টস ডেস্ক ।।

পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। নিজেদের মাঠ সেন্ট জর্জেস পার্কে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নেমে প্রোটিয়া ওপেনার হাশিম আমলা সেঞ্চুরি হাঁকান। যা তার ওয়ানডে ক্যারিয়ারে ২৭তম সেঞ্চুরি। এই সেঞ্চুরির মধ্যদিয়ে আমলা দ্রুততম ২৭ সেঞ্চুরির রেকর্ড গড়েন।

পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে আমলা ওপেনিংয়ে নেমে ১২০ বলে করেন ১০৮ রান। যেখানে ছিল সাতটি বাউন্ডারি আর একটি ওভার বাউন্ডারি। ১৬৭ ইনিংসে আমলা তার ২৭তম সেঞ্চুরিটি স্পর্শ করেন।

দ্রুততম সময়ে ওয়ানডেতে ২৭ সেঞ্চুরি স্পর্শ করার দিক থেকে আমলা পেছনে ফেলেছেন ভারতের দলপতি বিরাট কোহলিকে। ভারতের এই রানমেশিন নিজের ২৭তম ওয়ানডে সেঞ্চুরি স্পর্শ করতে খেলেছিলেন ১৬৯ ইনিংস। ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ভারতের শচীন টেন্ডুলকার ২৭তম সেঞ্চুরিটির দেখা পেয়েছিলেন ২৫৪ ইনিংসে। অস্ট্রেলিয়ার সাবেক দলপতি রিকি পন্টিংয়ের লেগেছিল ৩০৮ ইনিংস। মাতারা হ্যারিকেন খ্যাত লঙ্কান গ্রেট সনাথ জয়সুরিয়ার লেগেছিল ৪০৪ ইনিংস।

ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির দিক থেকে আমলা পঞ্চম। শচীন ৪৬৩ ম্যাচে করেছেন সর্বোচ্চ ৪৯টি সেঞ্চুরি। কোহলি ২১৯ ম্যাচে ৩৯টি, পন্টিং ৩৭৫ ম্যাচে ৩০টি, জয়সুরিয়া ৪৪৫ ম্যাচে ২৮টি। পাঁচে থাকা আমলা করলেন ১৭০ ম্যাচে ২৭টি।

সারাবাংলা/এমআরপি

বিরাট কোহলি সেঞ্চুরি হাশিম আমলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর