Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সহজ জয় ম্যানচেস্টার সিটির


২১ জানুয়ারি ২০১৯ ০৫:৫১ | আপডেট: ২১ জানুয়ারি ২০১৯ ০৫:৫৫

।। স্পোর্টস ডেস্ক ।।

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চতুর্থ ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। রোববার (২০ জানুয়ারি) হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে পেপ গার্দিওলার ছাত্ররা।

ম্যাচে সিটির হয়ে একটি করে গোল করেন দানিলো, রহিম স্টার্লিং ও লেরয় সানে।

ঘরের মাঠে এই ম্যাচে ম্যানসিটির বিপক্ষে দাঁড়াতেই পারেনি হাডার্সফিল্ডের খেলোয়াড়রা। ম্যাচের ১৮ মিনিটেই দানিলোর গোলে এগিয়ে যায় সিটি। এই গোলে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ ম্যাচে এক’শ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলে গতবারের লিগ চ্যাম্পিয়নরা। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এবার সবার আগে এই মাইলফলক ছুঁলো তারা। এই গোলেই ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটি।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৪ মিনিটে ব্যবধান বাড়ান স্টার্লিং। জার্মান তারকা সানের ক্রস থেকে হেডে গোল করেন এই জ্যামাইকান (২-০)। দুই মিনিট পর ব্যবধান আরো বাড়ান সানে। বাকি সময়ে আর গোল না হওয়ায় ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলার ছাত্ররা।

দিনের অন্য ম্যাচে ফুলহ্যামের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে টটেনহ্যাম। দলের জয়ে একটি করে গোল করেন ডেলে আলী ও হ্যারি উইঙ্কস।

এ জয়ে ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে আছে সিটি। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৬০। এছাড়াও ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে টটেনহ্যাম। চারে থাকা চেলসির পয়েন্ট ৪৭।

সারাবাংলা/এসএন

ম্যানচেস্টার সিটি হাডার্সফিল্ড