Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অখ্যাত’ ইভান্সের ব্যাটে বিপিএলের প্রথম সেঞ্চুরি


২১ জানুয়ারি ২০১৯ ১৫:৩০

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিপিএলের চলতি আসরে কত খ্যাতিমান তারকাই তো খেলছেন। ডি ভিলিয়ার্স, গেইল, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, কার্লোস ব্র্যাথওয়েট; স্টিভ স্মিথ, ওয়ার্নারও খেলে গেছেন। কিন্তু কারো ব্যাটেই সেঞ্চুরি দেখা যায়নি। অবশেষে তা এলো ইংল্যান্ডের ‘অখ্যাত‘ ব্যাটসম্যান লরি ইভান্সের ব্যাট থেকে। ৬১ বলে দাপুটে সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ৩১ বয়সী ইংলিশ টপঅর্ডার।

এই বিপিএলে প্রথম সেঞ্চুরি হলেও টুর্নামেন্টের ইতিহাসে এটি ১৩তম সেঞ্চুরি।

ইভান্স ম্যাচ শেষে অপরাজিত থেকেছেন ১০৪ রানে। নান্দনিকতায় টইটুম্বুর ইনিংসটি সাজাতে তিনি বাউন্ডারি পেয়েছেন ৯টি আর ওভার বাউন্ডারি পেয়েছে ছয়টি। অথচ দেশের হয়ে কখনোই খেলা হয়নি তার। লিস্ট ‘এ‘, প্রথম শ্রেণি ও ঘরোয়া টি-টোয়েন্টির ফেরিওয়ালা ইভান্স।

সোমবার (২১ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলায় কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ইভান্স দলের হাল ধরেন কঠিন সময়ে। ২৮ রানে তিন উইকেট হারিয়ে রাজশাহী কিংস যখন খাবি যাচ্ছে ঠিক তখন রায়ান টেন ডয়েসকাটকে সঙ্গে নিয়ে খেললেন ১৪৮ রানের ইনিংস। যা এই বিপিএলের সর্বোচ্চ রানের জুটি। এই দুজন ৮৩ বলে স্কোরবোর্ডে ১৪৮ রান যোগ করে অবিচ্ছিন্ন থাকেন। তাতে দল পেল ৩ উইকেটে ১৭৬ রানের সংগ্রহ।

বিপিএলে সেঞ্চুরির লিস্ট:
২০১২ আসর (চারটি): ক্রিস গেইল (১০১*, ১১৬), ডোয়াইন স্মিথ (১০৩*) এবং আহমেদ শেহজাদ (১১৩*)।
২০১৩ আসর (তিনটি): শাহরিয়ার নাফিস (১০২*), মোহাম্মদ আশরাফুল (১০৩*) এবং ক্রিস গেইল (১১৪)।
২০১৫ আসর (একটি): এভিন লুইস (১০১*)।
২০১৬ আসর (একটি): সাব্বির রহমান (১২২)।
২০১৭ আসর (তিনটি): ক্রিস গেইল (১৪৬* এবং ১২৬*), জনসন চার্লস (১০৫*)।
২০১৯ আসর (একটি): লরি ইভান্স (১০৪*)।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

সম্পর্কিত খবর