Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিরোপার দৌড়ে পিছিয়ে পড়লেও আশা ছাড়েনি রিয়াল


১৬ জানুয়ারি ২০১৮ ১১:৫৯

সারাবাংলা ডেস্ক

চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে একমাত্র দল হিসেবে এখনও অপরাজিত উড়তে থাকা মেসি-সুয়ারেজদের বার্সেলোনা। তবে, লা লিগায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের অবস্থা খুবই নাজুক। লিগ শিরোপার দৌড়ে অনেক পিছিয়ে পড়লেও রিয়াল এখনও শিরোপা ধরে রাখার আশা ছাড়েনি বলে মনে করেন বার্সা কোচ আরনেস্টো ভালভারদে।

লিগের সবশেষ ম্যাচে রিয়াল সোসিয়েদাদের মাঠে জয় খরা কাটিয়েছে বার্সা। ২-০ গোলে পিছিয়ে পড়েও ৪-২ গোলের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান আরও মজবুত করেছে কাতালান ক্লাবটি।

এদিকে, টানা জয়হীন রিয়াল। নিজেদের মাঠেও হারতে হয়েছে জিনেদিন জিদান শিষ্যদের। রোনালদো-বেল-বেনজেমাদের দলটি মোটেই স্বস্তিতে নেই। লিগের সবশেষ ম্যাচে ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে হেরেছে ১-০ গোলের ব্যবধানে।

বার্সা কোচের মতে, এখনও কোনো দলই শিরোপার আশা ছাড়েনি। ভালভারদে জানান, ‘আমার মতে, এখনই কোনো দল লা লিগ জয়ের আশা ছাড়েনি। অ্যাতলেতিকো মাদ্রিদ ফেভারিট হিসেবে আছে। ভালেন্সিয়াও শিরোপার আশা ছাড়েনি। এখানে ব্যবধান বেশ বড় ও গুরুত্বপূর্ণ। তারপরও আমি মনে করি রিয়াল মাদ্রিদও শিরোপার আশা ছেড়ে দেয়নি। তারা নিশ্চয় তা ভাবেনি।’

এমন অবস্থায় বার্সা পড়লে কি করতেন ভালভারদে? জানিয়েছেন, ‘আমিও আশা ছাড়তাম না। আমার মনে হয়, রিয়াল এখনও আশা ছাড়েনি। আর এটাই তো বাস্তবতা।’

১৯ ম্যাচে বার্সার পয়েন্ট যেখানে ৫১, সেখানে দুইয়ে থাকা অ্যাতলেতিকোর পয়েন্ট ৪২। ৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভালেন্সিয়া। এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৩২।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর