Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিবকে ছাপিয়ে নায়ক ফ্রাইলিঙ্ক, চিটাগংয়ের জয়


২১ জানুয়ারি ২০১৯ ২২:১৯

।। স্পোর্টস ডেস্ক ।।

বিপিএলের ২৪তম ম্যাচে মুখোমুখি হয়েছিল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস এবং টেবিলের দুইয়ে থাকা মুশফিকুর রহিমের চিটাগং ভাইকিংস। হাইভোল্টেজ এই ম্যাচে দারুণ অলরাউন্ড পারফর্ম করেছেন ঢাকার দলপতি সাকিব। তবে, বিশ্বসেরা এই অলরাউন্ডারকে ছাপিয়ে গেছেন শেষ ওভারে ক্যামিও ইনিংস খেলা ভাইকিংসের রবি ফ্রাইলিঙ্ক। ৩ উইকেটে হেরেছে ঢাকা ডায়নামাইটস।

বিজ্ঞাপন

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা ডায়নামাইটস। ভাইকিংসের বিপক্ষে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ডায়নামাইটসরা তোলে ১৩৯ রান। জবাবে, ১৯.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে চিটাগং। ৭ ম্যাচ খেলে দ্বিতীয় হার ঢাকার, ৬ ম্যাচে পঞ্চম জয় চিটাগংয়ের। দুই দলেরই পয়েন্ট সমান, তবে নেট রানরেটে এগিয়ে ঢাকা।

মিরপুরে ব্যাটিংয়ে নেমে ঢাকার ওপেনার রনি তালুকদার ০ রানেই সাজঘরে ফেরেন। আরেক ওপেনার ক্যারিবীয়ান তারকা সুনীল নারাইন ৯ বলে তিনটি বাউন্ডারি, একটি ওভার বাউন্ডারিতে করেন ১৮ রান। ২১ বলে তিন বাউন্ডারিতে ১৮ রান করে বিদায় নেন বিপিএলে প্রথম খেলতে নামা প্রোটিয়া তারকা হেইনো কুন। দলপতি সাকিব ৩৪ বলে দুটি চার, একটি ছক্কায় ৩৪ রান করে বিদায় নেন।

ডারউইস রসুল ০ রানে বিদায় নিলেও উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ১৮ বলে পাঁচটি চারের সাহায্যে করেন ২৭ রান। আন্দ্রে রাসেল (১) জ্বলে উঠতে পারেননি। মোহাম্মদ নাঈমও ফেরেন ৬ রান করে। শুভাগত হোম ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ১৫ বলে তিনটি চার আর একটি ছক্কায় করেন ২৯ রান।

ভাইকিংসের নাঈম হাসান ৪ ওভারে ২৭ রান দিয়ে উইকেট শূন্য থাকেন। একই ফিগারে খালেদ আহমেদ নেন একটি উইকেট। ক্যামেরুন দেলপোর্ট ৪ ওভারে ২৫ রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট। রবি ফ্রাইলিঙ্ক ৩ ওভারে ১৯ রানে দুটি, আবু জায়েদ রাহি ৪ ওভারে ২৭ রান দিয়ে দুটি উইকেট পান। মোসাদ্দেক হোসেন ১ ওভারে ১১ রান দিয়ে উইকেট পাননি।

বিজ্ঞাপন

বিপিএল ষষ্ঠ আসরের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে র‌্যাবিটহোলবিডি। এছাড়া ইউটিউবে র‍্যাবিটহোলবিডি এন্টারটেইনমেন্ট চ্যানেল, র‍্যাবিটহোল অ্যাপ এবং ওয়েবসাইট র‍্যাবিটহোল প্রাইমে ইংরেজিতে ধারাভাষ্য শোনা গেলেও র‍্যাবিটহোলবিডি স্পোর্টস চ্যানেলে চলছে বাংলা ভাষায় ধারাভাষ্য।

১৪০ রানের টার্গেটে চিটাগংয়ের আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদ ইনিংসের দ্বিতীয় বলেই বিদায় নেন। আরেক ওপেনার ক্যামেরুন দেলপোর্ট ১২ বলে চারটি চার আর দুটি ছক্কায় করেন ৩০ রান। তিন নম্বরে নামা ইয়াসির আলি ১৭ বলে এক ছক্কায় ১৫ রান করে সাজঘরে ফেরেন। দলকে টেনে নিয়ে চলেন দলপতি মুশফিকুর রহিম। ২৩ বলে ২২ রান করে ভাইকিংস অধিনায়ক বিদায় নেন। মাঝে ২ রানেই ফেরেন দাসুন শানাকা।

মোসাদ্দেক হোসেন একপ্রান্তে থাকলেও দ্রুত বিদায় নেন ব্যক্তিগত ৪ রান করা নাঈম হাসান। মোসাদ্দেক ৩৯ বলে তিনটি চারের সাহায্যে করেন ৩৩ রান। শেষ ওভারে ভাইকিংসের জয়ের জন্য দরকার হয় ১৬ রান। উইকেটে ছিলেন রবি ফ্রাইলিঙ্ক এবং সানজামুল ইসলাম। মোহর শেখের প্রথম বলে সিঙ্গেল নিয়ে ফ্রাইলিঙ্ককে স্ট্রাইক দেন সানজামুল। দ্বিতীয় বলে ছক্কা, তৃতীয় বলে ডাবল, চতুর্থ বলে ছক্কা আর পঞ্চম বলে ছক্কা হাঁকান ফ্রাইলিঙ্ক। ১ বল হাতে রেখেই জয় তুলে নেয় ভাইকিংসরা। ফ্রাইলিঙ্ক ১০ বলে তিনটি ছক্কায় ২৫ রান করে অপরাজিত থাকেন। সানজামুল ৩ বলে ২ রান করে অপরাজিত থাকেন।

ঢাকার দলপতি সাকিব ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে তুলে নেন চারটি উইকেট। ৪ ওভারে ২৬ রান দিয়ে কোনো উইকেট পাননি সুনীল নারাইন। ৪ ওভারে ২৪ রান দিয়ে একটি উইকেট পান রুবেল হোসেন। শুভাগত হোম ১ ওভারে ১৬ রান দিয়ে উইকেট পাননি। আন্দ্রে রাসেল ৩ ওভারে ২৫ রান দিয়ে তুলে নেন একটি উইকেট। মোহর শেখ ৩.৫ ওভারে ৩৭ রান দিয়ে উইকেট পাননি।

সারাবাংলা/এমআরপি

চিটাগং ভাইকিংস ঢাকা ডায়নামাইটস বিপিএল ২০১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর