Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেনাল্টি মিস হতেই পারে: আলেগ্রি


২২ জানুয়ারি ২০১৯ ১২:০৯

।। স্পোর্টস ডেস্ক ।।

ইতালিয়ান সিরি’আ লিগে কিয়েভোর বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে জুভেন্টাস। সোমবার (২১ জানুয়ারি) দলের জয়ে গোল করেন ডগলাস কস্তা, এমরি চান ও দানিলো রুগানি। তবে জুভিদের জয়ের দিনে পেনাল্টি মিস করেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। অবশ্য জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি বলেছেন, পেনাল্টি মিস হতেই পারে।

ঘরের মাঠে কিয়েভোর বিপক্ষে ম্যাচের ১৩ মিনিটে জুভিদের লিড এনে দেন ব্রাজিল তারকা ডগলাস কস্তা। এরপর ৪৫ মিনিটে জুভেন্টাসের জার্সিতে প্রথম গোলের দেখা পান এমরি চান। আর দ্বিতীয়ার্ধের ৮৪ মিনিটে দানিলো রুগানির গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে জুভিরা।

তবে এই ম্যাচে দলের জয় হলেও সমর্থকদের হতাশ করেন রোনালদো। ম্যাচের ৫২ মিনিটে তাঁর নেয়া পেনাল্টি শট ঠেকান প্রতিপক্ষের গোলরক্ষক স্তেফানো সরেন্তিনো।

তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের কোচ আলেগ্রি বলেন, দলের জয়টাই বেশি গুরুত্বপূর্ণ, রোনালদোর পেনাল্টি মিস নয়।

‘পেনাল্টি মিস হতেই পারে। আমি মনে করি না, এটাই রোনালদো তার ক্যারিয়ারে প্রথমবার পেনাল্টি মিস করেছে। ম্যাচের দ্বিতীয়ার্ধে সে গোল পাওয়ার জন্য হলেও ভালো খেলেছে। তবে দলের জয়টাই ম্যাচ শেষে গুরুত্বপূর্ণ।’

এ নিয়ে ২০ ম্যাচে ১৮ জয় ও ২ ড্রয়ে ৫৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে জুভিরা। টেবিলের দুইয়ে আছে ৯ পয়েন্ট কম পাওয়া নাপোলি। আর ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে ইন্টার মিলান।

সারাবাংলা/এসএন

ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাস পেনাল্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর