Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফলস নাইনে খেলবেন বোয়েটাং


২২ জানুয়ারি ২০১৯ ১৪:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা বিকল্প এক স্ট্রাইকার যোগ করেছে। ইতালিয়ান ক্লাব সাসৌলো থেকে এক মৌসুমের জন্য ধারে এনেছে কেভিন প্রিন্স বোয়েটাংকে। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ আর উসমান দেম্বেলেকে নিয়ে গড়া বার্সার আক্রমণভাগে বোয়েটাংকে নেওয়ার একটাই কারণ, কোনো স্ট্রাইকার ইনজুরি বা ফর্মহীনতায় ভুগলে ফলস নাইনে খেলানো হবে ঘানার এই ফুটবলারকে।

বোয়েটাং ছয় মাসের জন্য ধারে এসেছেন ক্যাম্প ন্যুতে। ৩১ বছর বয়সী ঘানাইয়ান ফরোয়ার্ডকে পরে পাকাপাকি কিনে নেওয়ার ধারাও রাখা হয়েছে চুক্তিতে।

অ্যাটাকিং মিডফিল্ডার বোয়েটাংকে নেওয়ার আরও একটি কারণ আছে। মুনির আল হাদ্দাদিকে ছেড়ে দেওয়ার পর থেকেই কোচ আরনেস্টো ভালভারদে আরেকজন স্ট্রাইকারের অভাববোধ করতে থাকেন। বিশেষ করে সুয়ারেজের জায়গায়। তার অনুরোধ ছিল, এমন কাউকে আনতে হবে যে এর আগে লা লিগায় খেলেছে। আর এখানেই বোয়েটাংকে ভাবা হচ্ছে সেরা নির্বাচন। ২০১৬-১৭ মৌসুমে লা লিগার ক্লাব লাস পালমাসের হয়ে খেলেছেন বোয়েটাং। ওই মৌসুমে পালমাসের হয়ে ২৮ ম্যাচে করেছিলেন ১০ গোল।

বিজ্ঞাপন

কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেই বার্সার জার্সিতে দেখা যেতে পারে বোয়েটাংকে। সেভিয়ার মাঠ এস্তোদিও রামোন সানচেজ পিজজুয়ানে আতিথ্য নেবে কাতালানরা। আগামী রোববার লা লিগায় জিরোনার বিপক্ষে ম্যাচে অভিষেক হতে পারে তার।

এর আগে বোয়েটাং ইংলিশ ক্লাব টটেনহাম, জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড ও ইতালির ক্লাব এসি মিলানের (দুই মেয়াদে) হয়ে খেলেছেন ঘানার সাবেক ফরোয়ার্ড। ২০১৪ সালে জাতীয় দলকে বিদায় বলে দেওয়া এই তারকা দীর্ঘ ক্যারিয়ারে খেলেছেন ৯টি ক্লাবে। বার্সা তার দশম ক্লাব।

সারাবাংলা/এমআরপি

বার্সা বোয়েটাং লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর