Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিবের হাত ধরে এলো বিপিএলের প্রথম শতক


২২ জানুয়ারি ২০১৯ ২১:২৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

প্রথম বোলার হিসেবে বিপিএলে ১০০ উইকেটের অনন্য মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। মঙ্গলবার (২২ জানুয়ারি) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচে অনন্য এই কীর্তি গড়েন ঢাকা ডায়নামাইটসকে নেতৃত্ব দেওয়া বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সাকিব ষষ্ঠ বিপিএল শুরু করেছিলেন আগের পাঁচ আসর মিলিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসেবে। থলিতে ছিল ৮৩ উইকেট। নতুন আসরে অষ্টম ম্যাচ খেলতে নেমে এরইমধ্যে সেঞ্চুরি করে ফেলেছেন সাকিব। আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৭ উইকেট তার। সে পথেই মঙ্গলবার বিপিএলের প্রথম বোলার হিসেবে ১০০ উইকেট নেয়ার মালিকও হলেন।

মিরপুরে দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ২৪ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।

উইকেটের শুরুটা করেছেন তামিম ইকবালকে দিয়ে। ব্যক্তিগত ৩৪ রানে তামিমকে ফিরিয়েছেন রনি তালুকদারের নিরাপদ তালুতে। দ্বিতীয় শিকার শহীদ আফ্রিদিকে ১৬ রানে শুভাগত হোমের ক্যাচে পরিণত করেন। আর তৃতীয় শিকার শামসুর রহমান শুভকে ৪৮ রানে হজরতউল্লাহ জাজাইর মুঠোয় পাঠিয়ে করেন উইকেটের সেঞ্চুরি।

৬৯ ম্যাচ থেকে ১০০ উইকেটের দেখা পেলেন সাকিব। ৫৭ ম্যাচে ৬৭ উইকেট নিয়ে দুইয়ে শফিউল ইসলাম। আর ৬৮ ম্যাচে ৬৪ উইকেট নিয়ে তিনে আছেন মাশরাফি বিন মুর্তজা।

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

বিপিএল ২০১৯ সাকিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর