Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেলুকায়ায়োর নৈপুণ্যে সিরিজ সমতায় দক্ষিণ আফ্রিকা


২৩ জানুয়ারি ২০১৯ ১১:৫৭ | আপডেট: ২৩ জানুয়ারি ২০১৯ ১৩:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে হারের পর এবার জয়ে ফিরলো স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। অ্যান্ডাইল ফেলুকোয়ায়োর দুর্দান্ত ব্যাটিং-বোলিংয়ে ৫ উইকেটে ম্যাচ জয়ে সিরিজে ১-১ সমতায় ফিরলো প্রোটিয়ারা।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) ডারবানের কিংসমিডে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৫.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৩ রানে তোলে পাকিস্তান। জবাবে ৪২ ওভারে ৫ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা (২০৭/৫)।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮০ রানে ৫ উইকেট হারিয়ে অনেকটা খেই হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। আউট হওয়া পাঁচ ব্যাটসম্যানের মধ্যে একমাত্র ডেভিড মিলার দুই অঙ্ক ছুঁতে পেরেছিলেন। তাঁর ব্যাট থেকে আসে ৩১ রান। এছাড়া হ্যান্ডরিকস ৫, হাশিম আমলা ৮, অধিনায়ক ফাফ ডু প্লেসিস ৮ ও হ্যানরিখ ক্লাসেন শূন্য হাতে ফেরেন।

বিজ্ঞাপন

তবে এরপর দলের হাল ধরেন ডুসেন ও ফেলুকায়ো। দুজন মিলে দলের হাল ধরে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন। দু’জনের জুটি থেকে আসে ১২৭ রান। তাতে ভোর করে ৮ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় তারা।

৮০ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলেন ফেলুকায়ো। ক্যারিয়ারের তার প্রথম অর্ধশতক এটি। এছাড়াও ফন ডার ডাসেন ১২৩ বলে ৯ চারে ৮০ রানের ইনিংস খেলেন।

পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি ৩টি ও শাদাব খান ২টি উইকেট নেন।

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে কাগিসো রাবাদা ও ফেলুকোয়ায়ো আর তাবরাইজ শামসির বোলিং তোপে ১১২ রানে ৮ উইকেট হারায় পাকিস্তান। এরপর হাসান আলীকে সঙ্গে করে দলের হাল ধরেন অধিনায়ক সরফরাজ আহমেদ। দু’জন মিলে দলকে টেনে নিয়ে যায় ২০২ রানে। এই জুটি ভেঙে দেন ফেলুকোয়ায়ো। এরপর ১ রানের ব্যবধানে ইনিংস থাকে সফরকারীদের। দলীয় ২০২ রানে ব্যক্তিগর ৪১ রানে বোল্ড হয়ে ফেরেন সরফরাজ, এক রানের ব্যবধানে ব্যক্তিগত ৫৯ রানে ফেরেন হাসান।

স্বাগতিকদের পক্ষে ৯.৫ ওভারে ২ মেডেনসহ ২২ রানে ৪ উইকেট নেন ফেলুকায়ায়ো। ম্যাচসেরা নির্বাচিত হন এই পেসার।

এছাড়াও শামসি ৩টি ও রাবাদা ২টি উইকেট নেন।

সারাবাংলা/এসএন

ওয়ানডে দক্ষিণ আফ্রিকা পাকিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর