শাস্তি কমিয়ে সাব্বিরকে ফেরালো বিসিবি
২৩ জানুয়ারি ২০১৯ ১৭:৩৫
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের সফরকারী বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন তাসকিন আহমেদ ও ‘নিষিদ্ধ’ সাব্বির রহমান। নতুন মুখ হিসেবে জায়গা করে নিয়েছেন নাঈম হাসান।
মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৬ মাস আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন। ২৮ ফেব্রুয়ারি তার নিষেধাজ্ঞা শেষ হওয়ার কথা। কিন্তু আসন্ন বিশ্বকাপে টাইগার স্কোয়াডে তার উপস্থিতি অনিবার্য বিবেচনা করে তা কমিয়ে দলে ফেরানো হয়েছে।
এদিকে দল থেকে বাদ পড়েছেন ইমরুল কায়েস, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি। মোহাম্মদ সাইফউদ্দিনকে রাখা হয়েছে দলে। দলে এসেছেন স্পিনিং অলরাউন্ডার নাঈম হাসান। বিপিএলের এই আসরে ভালো পারফর্ম করেও জায়গা পাননি শফিউল ইসলাম।
১৩ ফেব্রুয়ারি নেপিয়ারে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্ল্যাকক্যাপসদের মুখোমুখি হবে টাইগাররা। ১৬ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডে। তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি ২০ ফেব্রুয়ারি, ডানোডিনে।
নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ ওয়ানডে দল:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, নাঈম হাসান, সাইফউদ্দিন এবং তাসকিন আহমেদ।
সারাবাংলা/এমআরএফ/এমআরপি