লারাকে টপকে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষ দশে কোহলি
২৩ জানুয়ারি ২০১৯ ১৭:৫৪
।। স্পোর্টস ডেস্ক ।।
নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটের জয় পেয়েছে সফরকারী ভারত। ব্যাট হাতে নেমে টিম ইন্ডিয়ার বিরাট কোহলি ৫৯ বলে তিনটি চারের সাহায্যে করেন ৪৫ রান। তাতে ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটের বরপুত্র খ্যাত ব্রায়ান লারাকে টপকে শীর্ষ দশে চলে এসেছেন কোহলি।
ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরি করে এই তালিকায় শীর্ষে ভারতের গ্রেট লিটল মাস্টার খ্যাত শচীন টেন্ডুলকার। এই তালিকায় দুইয়ে কোহলি, ওয়ানডেতে করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৯টি সেঞ্চুরি। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে শচীন, ৪৬৩ ম্যাচে করেছেন ১৮ হাজার ৪২৬ রান। এই তালিকায় দশে চলে আসা কোহলি ২২০ ম্যাচে করেছেন ১০ হাজার ৪৩০ রান।
শচীন আর কোহলির মাঝে আছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (১৪২৩৪), অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (১৩৭০৪), শ্রীলঙ্কার সনাথ জয়সুরিয়া (১৩৪৩০), মাহেলা জয়াবর্ধনে (১২৬৫০), পাকিস্তানের ইনজামাম উল হক (১১৭৩৯), দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (১১৫৭৯), ভারতের সৌরভ গাঙ্গুলি (১১৩৬৩) এবং রাহুল দ্রাবিড় (১০৮৮৯)।
এগারে নম্বরে চলে যাওয়া ব্রায়ান লারার ওয়ানডেতে রান ১০ হাজার ৪০৫, কোহলির থেকে ২৫ কম। লারার পিছু পিছু ছুটছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি ওয়ানডেতে করেছেন ১০ হাজার ৩৬৬ রান। দশ হাজারি ক্লাবে থাকা ১৩ জনের সবশেষ আরেক লঙ্কান গ্রেট তিলকারত্নে দিলশান (১০ হাজার ২৯০)।
সারাবাংলা/এমআরপি